Madhya Pradesh

মধ্যপ্রদেশের হাসপাতালে ৭৭ বছরের বৃদ্ধকে মাটিতে ফেলে মার ডাক্তারের, ভিডিয়ো ছড়়াতেই তদন্তে পুলিশ

বৃদ্ধের নাম উধবলাল যোশী। তিনি তাঁর অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছিলেন। উধবলাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা বাকিদের মতোই লাইনে অপেক্ষা করছিলেন, তখন হঠাৎ এক জন ডাক্তার তাঁদের উপর চড়াও হন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৬:৪৪
Share:

বৃদ্ধকে মারধরের দৃশ্য। ছবি: সংগৃহীত।

৭৭ বছরের এক বৃদ্ধকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ উঠল খোদ ডাক্তারের বিরুদ্ধেই! গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলা হাসপাতালে ঘটনাটি ঘটেছে। বৃদ্ধকে মারধরের ভিডিয়োটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নানা মহলে উঠেছে নিন্দার ঝড়।

Advertisement

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বৃদ্ধকে মাটিতে ফেলে মারধর করছেন এক চিকিৎসক। তার পর তাঁকে টেনেহিঁচড়ে ঘোরানো হচ্ছে হাসপাতাল চত্বরে। শুধু তা-ই নয়, বৃদ্ধকে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। ১৭ এপ্রিল ঘটে যাওয়া এই ঘটনাটি প্রত্যক্ষদর্শীরা অনেকেই মোবাইল ক্যামেরায় রেকর্ড করেছিলেন। তাঁদেরই মধ্যে কেউ ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করেন।

অন্য দিকে, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম উধবলাল যোশী। তিনি তাঁর অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছিলেন। উধবলাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা বাকিদের মতোই লাইনে অপেক্ষা করছিলেন, তখন হঠাৎ এক জন ডাক্তার তাঁদের উপর চড়াও হন। প্রথমে ভিড় দেখে বিরক্ত হয়ে ওই ডাক্তার তাঁদের জিজ্ঞাসা করেন, তাঁরা কেন লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তিনি ব্যাখ্যা দেওয়ার আগেই ডাক্তার তাঁকে চড় মারতে শুরু করে দেন বলে অভিযোগ। শুধু তা-ই নয়, এর পর তাঁকে টানতে টানতে হাসপাতাল চত্বরে অবস্থিত পুলিশ ফাঁড়ির দিকে নিয়ে যান ওই চিকিৎসক।

Advertisement

উধবলাল সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘‘ওই ডাক্তার আমাকে লাথি মেরে মাটিতে ফেলে দেন। তার পর পুলিশ ফাঁড়ির দিকে টেনে নিয়ে যান। চড় মেরে আমার চশমাও ভেঙে দেওয়া হয়। খুনের হুমকিও দেওয়া হয়।’’ এই ঘটনার পরেই হাসপাতাল চত্বর ছেড়ে পালিয়ে যান ওই চিকিৎসক। হাসপাতালের সিভিল সার্জেন জিএল আহিরওয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই ডাক্তারের দাবি, রোগী তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। তবে ভিডিয়ো প্রকাশ্যে আসার পর ওই ডাক্তারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে শোকজ় নোটিসও পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement