Woman Harasses Dalit Students

দলিত শিশুদের রাস্তায় হাঁটতে বাধা, লাঠি হাতে শাসানি! তামিলনাড়ুর প্রৌঢ়ার বিরুদ্ধে দায়ের হল মামলা

ভিডিয়ো ‘ভাইরাল’ হতেই ওই প্রৌঢ়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঞ্জাভুর তালুক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্তা শনিবার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভিডিয়োর ভিত্তিতে ওই মহিলা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৭
Share:

ভিডিয়োর সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

রাস্তা দিয়ে হাঁটছে এক দল দলিত শিশু। সামনে লাঠি হাতে তাদের পথ আটকে দাঁড়িয়ে আছেন এক প্রৌঢ়া। চিৎকার করে তাদের রাস্তায় হাঁটতে বারণ করছেন তিনি। লাঠি উঁচিয়ে ভয়ও দেখাচ্ছেন। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর তাঞ্জাভুরে। ওই প্রৌঢ়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

Advertisement

ইতিমধ্যে ওই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। শুক্রবার সকালে ভিডিয়োটি তোলা হয়েছে তাঞ্জাভুর তালুকের কোলাঙ্গারাই গ্রামে। তাতে দেখা যাচ্ছে, স্কুলের পোশাক পরা একদল কচিকাঁচা পিঠে ব্যাগ নিয়ে রাস্তা ধরে এগোচ্ছে। তাদের সামনেই দাঁড়িয়ে রয়েছেন একজন বয়স্ক মহিলা। লাঠি হাতে তাদের বাধা দিচ্ছেন তিনি। রাস্তায় না হাঁটার জন্য চিৎকার করে শাসানিও দিচ্ছেন।

ভিডিয়ো ‘ভাইরাল’ হতেই ওই প্রৌঢ়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঞ্জাভুর তালুক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্তা শনিবার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভিডিয়োর ভিত্তিতে ওই মহিলা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তদন্ত চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement