Jharkhand Incident

মাকে বাড়িতে আটকে কুম্ভে পুত্র, পুত্রবধূ! খিদের জ্বালায় বন্ধ ঘর থেকেই চিৎকার বৃদ্ধার

ঝাড়খণ্ডে এক বৃদ্ধাকে বাড়িতে তালাবন্ধ করে রেখে কুম্ভে গিয়েছেন তাঁর পুত্র এবং পুত্রবধূ। খিদের জ্বালায় ওই বৃদ্ধা চিৎকার করতে থাকেন। পরে প্রতিবেশীরা তালা ভেঙে তাঁকে উদ্ধার করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮
Share:

বৃদ্ধার চিৎকার শুনে তালা ভেঙে ঘরে ঢোকেন প্রতিবেশীরা। ছবি: সংগৃহীত।

বৃদ্ধা মাকে বাড়িতে আটকে রেখে সপরিবার কুম্ভমেলায় গেলেন পুত্র! মা দিনের পর দিন তালাবন্ধ ঘরে একা পড়ে রইলেন। একসময় ফুরিয়ে এল খাবার। শেষে প্রাণ বাঁচাতে বন্ধ ঘরের জানলা দিয়ে চিৎকার করে তিনি ডাকলেন প্রতিবেশীদের। খিদের জ্বালায় তত ক্ষণে তিনি কাহিল হয়ে পড়েছেন। প্রতিবেশীরা তালা ভেঙে ঘরে ঢুকে বৃদ্ধাকে উদ্ধার করেন।

Advertisement

ঘটনাটি ঝাড়খণ্ডের রামগড় জেলার। ৬৫ বছরের ওই বৃদ্ধার নাম সঞ্জু দেবী। তাঁর পুত্র অখিলেশ প্রজাপতি কিছু দিন আগে প্রয়াগরাজে গিয়েছেন। নিজের স্ত্রী এবং পুত্রকে সঙ্গে নিয়েই মহাকুম্ভ মেলায় যোগ দিতে গিয়েছেন তিনি। বাড়িতে নিজের মাকে একা রেখে যান অখিলেশ। বাইরে থেকে তালা দিয়ে চলে যান।

প্রতিবেশীরা বৃদ্ধার চিৎকার শুনে দরজা খুলে তাঁকে খেতে দেন। অভিযোগ, খিদের জ্বালায় পাগল হয়ে গিয়েছিলেন বৃদ্ধা। প্লাস্টিক খাওয়ার চেষ্টা করছিলেন। নিজের বাড়িতেই তিনি ছিলেন নিরুপায়, বন্দি। প্রতিবেশীরা তাঁর কন্যাকে খবর দেন। কন্যা এসে মাকে নিয়ে যান। পুলিশও ডাকেন।

Advertisement

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার পুত্রের সঙ্গে যোগাযোগ করেন। পুত্র দাবি করেছেন, মায়ের অনুমতি নিয়েই তিনি কুম্ভে গিয়েছেন। মায়ের জন্য পর্যাপ্ত খাবার রেখে গিয়েছিলেন বলে জানান তিনি। মা অসুস্থ হওয়ায় তাঁকে সঙ্গে নিতে পারেননি। অখিলেশের এই দাবি মানতে পারেননি বৃদ্ধার কন্যা চাঁদনী দেবী। তিনি জানান, তিনি মাকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে চান। মাকে একা না-রেখে তাঁর বাড়িতেও রেখে যেতে পারতেন ভাই, দাবি চাঁদনীর।

এখনও পর্যন্ত এই ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। রামগড়ের এসপি অজয় কুমার এই ঘটনাকে ‘সম্পূর্ণ অমানবিক’ বলে ব্যাখ্যা করেছেন। আনুষ্ঠানিক ভাবে কোনও অভিযোগ দায়ের করে পুলিশ যথাযথ পদক্ষেপ করবে, আশ্বাস দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement