ঘুমন্ত হাতির সঙ্গে নিজস্বী তুলতে গিয়েছিলেন। সে ইচ্ছে পূরণ হওয়ার আগেই হাসপাতালে পৌঁছলেন ৩৭ বছরের শ্রীলাল। দেবেশ্বরম উমামহেশ্বর মন্দিরে ঘুমন্ত একটি হাতির সঙ্গে নিজস্বী তুলতে যান শ্রীলাল। তাতে খেপে উঠে হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিেয় ছুড়ে ফেলে।