Maoist Encounter in Bihar

বিহারের বেগুসরাইয়ে ‘এনকাউন্টার’! পুলিশের সঙ্গে সংঘর্ষে হত মাওবাদী নেতা দয়ানন্দ, মাথার দাম ছিল ৫০ হাজার, ধৃত আরও দুই

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর কাছে খবর আসে একদল মাওবাদী বেগুসরাইয়ে আশ্রয় নিয়েছেন। তার পরই সেখানে অভিযানে যায় পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১১:৪৯
Share:

প্রতীকী ছবি।

বছরের শেষ দিনে বিহার পুলিশের সঙ্গে ‘এনকাউন্টারে’ নিহত হলেন মাওবাদীদের এক শীর্ষনেতা। মৃতের নাম দয়ানন্দ মালাকার ওরফে ছোটু। তিনি উত্তর বিহারের কেন্দ্রীয় জ়োনাল কমিটির সেক্রেটারি ছিলেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর কাছে খবর আসে একদল মাওবাদী বেগুসরাইয়ে আশ্রয় নিয়েছেন। তার পরই সেখানে অভিযানে যায় পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাওবাদী সদস্যেরা পালানোর চেষ্টা করেন। তখনই শুরু হয় সংঘর্ষ। এক পুলিশ আধিকারিকের দাবি, তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন মাওবাদীরা। পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে গুরুতর আহত হন দয়ানন্দ। তাঁকে এবং তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ।

আহত অবস্থায় দয়ানন্দকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বিহার পুলিশের তরফে একটি বিবৃতি জারি করে এই সংঘর্ষের খবর জানানো হয়েছে। এসটিএফ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে ইনসাস রাইফেল, পিস্তল, কার্তুজ উদ্ধার হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দলে ছোটু বলেই বেশি পরিচিত ছিলেন দয়ানন্দ। তাঁর বিরুদ্ধে ১৪টি ফৌজদারি মামলা রয়েছে। দয়ানন্দের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। তবে এই সংঘর্ষে কোনও পুলিশকর্মী আহত হননি বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement