শনিবার রাতে ঘটনাস্থলে দিল্লি পুলিশ। ছবি: সংগৃহীত।
দিল্লিতে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের ‘এনকাউন্টার’। দু’পক্ষের গুলির লড়াইয়ের পর অবশেষে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত দুষ্কৃতী ‘গলা ঘোঁটু’ গ্যাংয়ের সদস্য। তাঁর নাম হিমাংশু। বাদরপুর ফ্লাইওভার পার্কের কাছে শনিবার রাতে গুলির লড়াইয়ে এই দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে একটি পিস্তল, কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত দুষ্কৃতী পুলিশের খাতায় ‘ওয়ান্টেড’ ছিল। তার বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতি এবং ছিনতাইয়ের মামলা রয়েছে। সম্প্রতি এক খাবার সরবরাহকারী সংস্থার কর্মীর কাছ থেকে সব কিছু লুটপাট করে নেয় ধৃত দুষ্কৃতী এবং তার এক সঙ্গী। সিসিটিভি ফুটেজ থেকে তাদের চিহ্নিত করা হয়। তার পরই অভিযানে নামে পুলিশ। তদন্তে জানতে পারা যায়, লুটের ঘটনায় জড়িত দুষ্কৃতীরা ‘গলা ঘোঁটু’ গ্যাংয়ের সদস্য।
কেন এই ধরনের নাম হল ওই দুষ্কৃতী গ্যাংয়ের? এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই দুষ্কৃতীদল পথচারীদের শিকার বানাত। শ্বাসরোধ করে তাঁদের কাছ থেকে সব কিছু লুটপাট করে চম্পট দিত। দীর্ঘ দিন ধরেই পুলিশ এই গ্যাংকে ধরার চেষ্টা চালাচ্ছিল পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বদরপুর ফ্লাইওভার পার্কের কাছে তল্লাশি অভিযানে যায় পুলিশ। তাদের দেখেই ‘গলা ঘোঁটু’ গ্যাংয়ের দুই সদস্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশও। এক দুষ্কৃতী পালাতে সক্ষম হলেও হিমাংশু নামে আর দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ।