Encounter in Delhi

দিল্লিতে ‘এনকাউন্টার’! পুলিশের সঙ্গে গুলির লড়াই, ডাকাতি-সহ ৫০টি মামলায় অভিযুক্ত দুষ্কৃতী গ্রেফতার

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিনয় ওরফে মোটা। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পায় পুলিশ। তার পরই রাজৌরি গার্ডেন এলাকায় বিনয়ের খোঁজে যায় পুলিশের একটি দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৬:০৪
Share:

প্রতীকী ছবি।

দিল্লির রাজৌরি গার্ডেন এলাকায় ‘এনকাউন্টার’। পুলিশের সঙ্গে গুলির লড়াই এক দুষ্কৃতীর। অবশেষে গুলিবিদ্ধ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে ডাকাতি-সহ ৫০টি মামলা ঝুলছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিনয় ওরফে মোটা। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পায় পুলিশ। তার পরই রাজৌরি গার্ডেন এলাকায় বিনয়ের খোঁজে যায় পুলিশের একটি দল। পুলিশকে দেখেই পালানোর চেষ্টা করে দুষ্কৃতী। তাকে আত্মসমর্পণ করতে বলা হয়। পুলিশের দাবি, আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হলেও ওই দুষ্কৃতী তা করেনি। পাল্টা গুলি চালাতে শুরু করে। পুলিশও জবাব দেয়। দু’পক্ষের গুলির লড়াইয়ে দুষ্কৃতীর পায়ে গুলি লাগে। তার পরই তাকে গ্রেফতার করা হয়।

দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (পশ্চিম) বিচিত্র বীর জানিয়েছেন, দুষ্কতীর বাড়ি নজফগড়ে। তার বিরুদ্ধে ৫০টি ফৌজদারি মামলা রয়েছে। এ ছাড়াও ২০২১ সালে স্পেশ্যাল সেলের সঙ্গে গুলির লড়াইয়ে নাম জড়িয়েছিল তার। পুলিশের খাতায় ‘ওয়ান্টেড’ ছিল এই দুষ্কৃতী। অনেক দিন ধরেই তার খোঁজ চলছিল। অবশেষে গ্রেফতার হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement