National News

এক বোতলের বেশি মদ নিয়ে উত্তরপ্রদেশে ঢুকলেই জেল, জরিমানা

কেউ সেই নিয়ম ভাঙলেই এ বার তা জামিনযোগ্য অপরাধ বলে গণ্য হবে। শাস্তি হবে ৫ বছরের জেল আর ৫ হাজার টাকা জরিমানা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ১৬:২২
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

এক লিটারের বেশি মদের বোতল নিয়ে আর ঢোকা যাবে না উত্তরপ্রদেশে। আর যিনি সেই বোতল নিয়ে ঢুকবেন, তাঁকেই সেই বোতলের মদ নিঃশেষ করতে হবে। সেই মদের বোতল বিক্রিও করা যাবে না।

Advertisement

সম্প্রতি এই আইন জারি করেছে উত্তরপ্রদেশ সরকার।

কেউ সেই নিয়ম ভাঙলেই এ বার তা জামিনযোগ্য অপরাধ বলে গণ্য হবে। শাস্তি হবে ৫ বছরের জেল আর ৫ হাজার টাকা জরিমানা।

Advertisement

তবে বোতলের মুখ খোলা থাকলে ওই আইন প্রযোজ্য হবে না।

আরও পড়ুন- অযোধ্যায় লাখো প্রদীপে দীপোৎসব আদিত্যনাথের​

আরও পড়ুন- বিরোধীদের জবাব দিলেন আদিত্যনাথ​

গাজিয়াবাদ জেলার আবগারি অফিসার জ্ঞানেন্দ্র ত্রিপাঠি বলেছেন, ‘‘অন্য রাজ্য থেকে এক লিটারের একটা বোতলের বেশি মদ নিয়ে কেউ আর উত্তরপ্রদেশে ঢুকতে পারবেন না। আর তা শুধু নিজে খাওয়ার জন্যই আনা যাবে। সেই বোতল বিক্রি করা যাবে না। যদি বাইরের রাজ্য থেকে আসা কারও কাছে একটা বোতলের বেশি থাকে আর সেই বোতলগুলি ‘সিল্‌ড’ অবস্থায় থাকে, কা হলে ধরে নেওয়া হবে সেগুলি তিনি বিক্রির জন্যই এনেছেন। সে ক্ষেত্রে মদ পাচারের জন্যও তাঁকে জরিমানা দিতে হবে।’’

কেন এই আইন জারি হল উত্তরপ্রদেশে?

সরকারি সূত্রের খবর, মদ অনেক সস্তা দিল্লিতে। তাই দিল্লি থেকে বোতল বোতল মদ কিনে উত্তরপ্রদেশে ঢোকার প্রথা অনেক দিন ধরেই চালু ছিল। এর ফলে, আবগারি শুল্ক থেকে উত্তরপ্রদেশ সরকারের রাজস্ব-আদায়ের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছিল। তাই এই নতুন আইন জারি হয়েছে উত্তরপ্রদেশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement