হুদার নামে এফআইআর

জমি-বণ্টনে দুর্নীতির অভিযোগে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুদার বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। যদিও হুদার দাবি, ব্যক্তিগত কারণেই তাঁকে আক্রমণ করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ মে ২০১৬ ০৩:১৭
Share:

জমি-বণ্টনে দুর্নীতির অভিযোগে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুদার বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। যদিও হুদার দাবি, ব্যক্তিগত কারণেই তাঁকে আক্রমণ করা হচ্ছে।

Advertisement

২০১২ সালে ‘হরিয়ানা আরবান ডেভেলপমেন্ট অথরিটি’র (হুডা) চেয়ারম্যান ছিলেন হুদা। অভিযোগ, তাঁর সেই পদে থাকাকালীনই হরিয়ানার পঞ্চকুলায় শিল্পের জন্য জমি বণ্টনে বেআইনি ভাবে স্বজনপোষণ করা হয়। হরিয়ানার ভিজিল্যান্স ব্যুরোর হাত থেকে এই তদন্তের ভার যায় সিবিআইয়ের কাছে। তার পরেই ১৬ মে হুডার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগ দায়ের হয়েছে ওই জমি থেকে লাভবান হওয়া ১৩ জন ব্যক্তি, ৩ জন সরকারি আমলা-সহ কয়েক জন রাজ্য সরকারের কর্মী এবং হুডার কিছু কর্মীর নামেও।

অভিযোগ দায়ের হওয়ার পরে হরিয়ানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে সিবিআই। চণ্ডীগড়, পঞ্চকুলা, ফরিদাবাদ, দিল্লি, গুড়গাঁও, কুরুক্ষেত্র, রোহতক-সহ মোট ১৬টি জায়গায় চলেছে অভিযান। নিয়ম বহির্ভূত ভাবে ওই জমি পেয়েছেন এমন কিছু ব্যক্তি ও সরকারি আমলার বাড়িতেও হানা দেয় সিবিআই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন