Sridevi's death

‘মুখশ্রী’ ধরে রাখার ওষুধ থেকেও আচমকা মৃত্যু আসতে পারে

অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যু হল। সাধারণ পাঠক মহলে এই আকস্মিক মৃত্যু এক ধরনের বিস্ময় তৈরি করেছে। দুর্ঘটনাজনিত আকস্মিক মৃত্যু, আত্মহত্যাজনিত আকস্মিক মৃত্যু, বার্ধক্যজনিত আকস্মিক মৃত্যুর থেকে এই আকস্মিক মৃত্যু আলাদা।

Advertisement

অমিতাভ চক্রবর্তী

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১০
Share:

শ্রীদেবী।—ফাইল চিত্র।

অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যু হল। সাধারণ পাঠক মহলে এই আকস্মিক মৃত্যু এক ধরনের বিস্ময় তৈরি করেছে।

Advertisement

দুর্ঘটনাজনিত আকস্মিক মৃত্যু, আত্মহত্যাজনিত আকস্মিক মৃত্যু, বার্ধক্যজনিত আকস্মিক মৃত্যুর থেকে এই আকস্মিক মৃত্যু আলাদা। আপাতদৃষ্টিতে সুস্থ, স্বাভাবিক মানুষ হঠাৎ করে মারা গেলে, তাকে আমরা আকস্মিক মৃত্যু বলি। সাডেন আনএক্সপ্লেনড ডেথ ইন অ্যাডাল্টস(Sudden unexplained death in Adults )। কেউ কেউ আবার একে সাডেন অ্যডাল্ট ডেথ সিনড্রোম(Sudden Adult Death Syndrome)বলে থাকেন।

সাধারণ ভাবে হার্টের অসুখকে এ ধরনের মৃত্যুর কারণ ভাবা হলেও, সব ক্ষেত্রে তা নাও হতে পারে।

Advertisement

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের একটি সমীক্ষা অনুসারে ইংল্যান্ডে প্রতি বছর প্রায় ৩৫০০ জন এই আকস্মিক মৃত্যুর শিকার হন, যাঁরা আপাতদৃষ্টিতে স্বাস্থ্যবান। পোস্টমর্টেমের পরেও এঁদের মধ্যে ৪ শতাংশের মৃত্যুর কোনও কারণ খুঁজে পাওয়া যায় না। তবে এঁদের অনেকেরই আপাত স্বাস্থ্যবান অবস্থায় গভীর হার্টের অসুখের সন্ধান পাওয়া গিয়েছে।

সাডেন আনএক্সপ্লেন্ড ডেথ ইন অ্যডাল্টস(Sudden unexplained death in Adults ) এর সংজ্ঞা কী?

এটি এমন এক ধরনের আকস্মিক মৃত্যু, যেখানে রোগীর উপসর্গ শুরু থেকে মৃত্যু এত দ্রুততায় ঘটে যায় যে, চিকিৎসকের পক্ষেও রোগীর মৃত্যুর কারণ স্পষ্ট করে বলা সম্ভব হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এই সময়সীমা ২৪ ঘন্টা ধার্য করলেও বেশির ভাগ চিকিৎসক এবং প্যাথলজিস্ট এই সময়সীমা কমানোর পক্ষে। কেউ কেউ একে এক ঘন্টার মধ্যে সীমিত রাখতে চান।

এ ধরনের রোগীদের মধ্যে অনেকেরই এর আগে কিছু কিছু উপসর্গ দেখা দেয় যেমন বুক ধড়ফড়, হৃদপিন্ডের ছন্দের অনিয়মিততা, হাঁফ ধরা, ক্লান্তি, বুকে ব্যথা।

আরও পড়ুন: এখনও স্পষ্ট নয় শ্রীদেবীর দেহ কখন আসবে মুম্বইতে

আরও পড়ুন: আচমকা মৃত্যু শ্রীদেবীর, হার্টের সমস্যা ধরাই পড়েনি কখনও

সাধারণত এগুলিকে তাঁরা গুরুত্ব দেন না। এঁদের অনেকের আকস্মিক মৃত্যুর ক্ষেত্রে হার্টের কিছু রোগ যেমন— হার্টের ধমনীর অসুখ, হার্টের পেশীর অসুখ, হার্টের পেশীর প্রদাহ এইগুলি দায়ী থাকে। পোস্টমর্টেমে এগুলি ধরা পড়ে।

হার্টের অসুখ ছাড়াও স্নায়ুরোগ, জটিল এপিলেপ্সি, মস্তিষ্কের অভ্যন্তরে রক্তক্ষরণ, টিউমার জনিত কারণে আকস্মিক মৃত্যু ঘটতে পারে।

খেলোয়াড় এবং অ্যাথলিটদের ক্ষেত্রেও এ ধরনের মৃত্যু দেখা যায়। আপাত-সুস্থ খেলোয়াড়দের মধ্যে ম্যরাথন দৌড় দেওয়ার পরে কিংবা বাইচ দৌড়ের পরে আকস্মিক মৃত্যুর বহু ঘটনা রয়েছে। প্রাচীন যুগের বিশিষ্ট চিকিৎসক হিপোক্রেটিস এবং গ্যালেন এ ধরনের আকস্মিক মৃত্যু সম্পর্কে বলে গিয়েছেন।

কিছু ওষুধ থেকেও আকস্মিক মৃত্যু ঘটতে পারে। যেমন বোটক্স। এই ওষুধ মুখের মাংসপেশির কোঁচকানো ভাব দূর করতে ব্যবহার করা হয়। বোটক্স ব্যবহার করলে বিশেষ করে ৬০ বছর বা তার বেশি বয়সের মহিলাদের আকস্মিক মৃত্যু হওয়ার রিপোর্ট রয়েছে।

মানসিক অবসাদের কিছু ওষুধ যেমন সিটালোপ্রাম বেশি মাত্রায় খেলে হার্টের ব্লক ঘটতে পারে।

তবে, এত সমস্ত কিছুর পরেও এ ধরনের বহু মৃত্যুর ক্ষেত্রে সঠিক কারণ জানা যায় না। এ ধরনের মৃত্যু নিয়ে আরও বিস্তারিত গবেষনার জন্য ওই সমস্ত পরিবারের জীবিত সদস্যদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষার বিশেষ প্রয়োজন বলে বিশিষ্ট চিকিৎসক-গবেষকরা মত প্রকাশ করেছেন।

(লেখক কার্ডিওথোরাসিক সার্জেন এবং কেপিসি মেডিক্যাল কলেজের অধ্যাপক)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন