Waste Bar

গোয়ায় বিয়ার বোতলের ছিপি, সিগারেটের টুকরোর বিনিময়ে মিলবে বিয়ার!

জনসমক্ষে মদ খেলে মোটা জরিমানা গোনার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। শুধু তাই নয়, প্রকাশ্যে ধূমপান ও প্লাস্টিক ব্যবহার রুখতেও আছে আইন। এ বার গোয়ার সমুদ্রতীর সুন্দর করতে আরও এক অভিনব পদক্ষেপের কথা ঘোষণা হল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫১
Share:

সমুদ্র তটে ওয়েস্ট বার।

জনসমক্ষে মদ খেলে মোটা জরিমানা গোনার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। শুধু তাই নয়, প্রকাশ্যে ধূমপান ও প্লাস্টিক ব্যবহার রুখতেও আছে আইন। এ বার গোয়ার সমুদ্রতীর সুন্দর করতে আরও এক অভিনব পদক্ষেপের কথা ঘোষণা হল।

Advertisement

এ বার থেকে ফেলে দেওয়া সিগারেটের টুকরো এবং বিয়ার বোতলের ছিপি জমা দিতে পারবেন পর্যটকরা। তার বিনিময়ে তাঁরা বিনামূল্যে বিয়ার পাবেন। গত ৩০ জানুয়ারি থেকেই গোয়া পর্যটন দফতরের উদ্যোগে এই পদক্ষেপ করা হয়েছে। যার প্রধান উদ্দেশ্য সমুদ্র তটকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। দশটি বিয়ার বোতলের ছিপি বা কুড়িটি সিগারেটের টুকরোর বিনিময়ে বিয়ারের একটি ক্যান পাওয়া যাবে। এ জন্য পর্যটন দফতরের উদ্যোগে ‘ওয়েস্ট বার’ও খোলা হয়েছে।

মধুচন্দ্রিমা বা প্রিয়জনের সঙ্গে হুল্লোড়-সফর— ভারতের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যের মধ্যে অন্যতম গোয়ার সমুদ্র তীর। শুধু প্রাকৃতিক সৌন্দর্য বা পর্যটকবান্ধব হওয়ার কারণেই নয়, গোয়া বিখ্যাত তার সস্তায় ভাল মদের জন্যও। ইতিমধ্যেই গোয়ার সমুদ্র তীরবর্তী এলাকায় নিষিদ্ধ প্রকাশ্যে মদ্যপান। জনসমক্ষে মদ খেলে গুণতে হয় মোটা জরিমানা। শুধু তা-ই নয়, প্রকাশ্যে ধূমপান ও প্লাস্টিক ব্যবহার রুখতেও কঠোর হচ্ছে আগের আইন।

Advertisement

আরও পড়ুন: স্ত্রী সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, ড্রাইভারকে খুন করে দেহের টুকরো অ্যাসিডে চোবালেন চিকিৎসক

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement