Operation Sindoor

অযথা কথা বলা বন্ধ করুন! ‘সিঁদুর’ নিয়ে বিবিধ মন্তব্যের পর বিজেপি-সহ এনডিএ নেতাদের বললেন প্রধানমন্ত্রী

‘অপারেশন সিঁদুর’-এর পর বিজেপির একাধিক নেতা-মন্ত্রী বেফাঁস মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন। আর এই সবের জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে পদ্মশিবিরকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৮:৩০
Share:

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

অযথা কথা বলা বন্ধ করুন! রবিবার এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনই সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, বিজেপি তথা জোটশরিক দলগুলির সদস্যদের মোদীর উপদেশ, সব বিষয়ে অযথা কথা বলা এবং আলটপকা মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।

Advertisement

‘অপারেশন সিঁদুর’-এর পর বিজেপির একাধিক নেতা-মন্ত্রী বেফাঁস মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন। আর এই সবের জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে পদ্মশিবিরকে। বিজেপি সূত্রে খবর, মোদী তো বটেই, এই সমস্ত ঘটনায় বিরক্ত দলের শীর্ষ নেতৃত্বও। এই আবহে প্রধানমন্ত্রীর মুখে কুলুপ আঁটার পরামর্শকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

শনিবার বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা পহেলগাঁও জঙ্গি হামলার সময় উপস্থিত মহিলা পর্যটকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ান। তিনি বলেন, ‘‘পহেলগাঁওয়ে মহিলা পর্যটকদের লড়াই করা উচিত ছিল। আমার বিশ্বাস তাঁরা যদি জঙ্গিদের সঙ্গে লড়াই করতেন, তবে হতাহতের সংখ্যা কম হত।’’

Advertisement

দিন কয়েক আগেই ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশির উদ্দেশে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপিশাসিত মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ! সোফিয়াকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। বিতর্কের মুখে পড়ে প্রকাশ্যে ক্ষমাও চান তিনি। কিন্তু তাতে রেহাই মেলেনি। সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়েন মধ্যপ্রদেশের ওই মন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ইতিমধ্যেই কর্নেল সোফিয়া প্রসঙ্গে কুমন্তব্যের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে মধ্যপ্রদেশ পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement