Maharashtra Civic Poll 2026

প্রথম বিজেপি মেয়র পেতে পারে মুম্বই, বুথফেরত সমীক্ষায় পিছিয়ে রাজ-উদ্ধব! শুক্রে মহারাষ্ট্রে ২৯ পুরভোটের গণনা

বৃহস্পতিবার মুম্বই (পোশাকি নাম, বৃহন্মুম্বই পুরনিগম), নাগপুর, পুণে, ঠাণে-সহ ২৯টি পুরসভার ভোটগ্রহণ হয়েছে। শুক্রবার সবগুলি পুরসভারই ভোটগণনা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ২০:০০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনাও নেই তেমন। দেশের বৃহত্তম (জনসংখ্যার নিরিখে) এবং ধনীতম পুরসভা বৃহন্মুম্বই দখলের ক্ষেত্রে উদ্ধব ঠাকরে-রাজ ঠাকরের জুটির তুলনায় অনেকটাই এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বই-সহ মহারাষ্ট্রের ২৯টি পুরসভায় ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। তার পরে প্রকাশিত অধিকাংশ বুথফেরত সমীক্ষাতেই দেশের বাণিজ্যিক রাজধানীতে বিজেপি জোটের জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement

ভারতের নির্বাচনী ইতিহাস বলছে, অনেক ক্ষেত্রেই এ ধরনের বুথফেরত সমীক্ষা মেলে না। তবে মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হবে মুম্বই-সহ ২৯টি পুরসভার ভোটগণনা। ২২৭ ওয়ার্ডের মুম্বই পুরসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৪টি। বৃহন্মুম্বই পুরসভার সঙ্গেই বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়েছে নাগপুর, পুণে, ঠাণে, কল্যাণ-ডোম্বিবলী-সহ ২৯টি পুরসভার। শুক্রবার সেগুলিরই গণনা হবে। প্রশাসন সূত্রের খবর, দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ফলাফল।

জেভিসি-র বুথফেরত সমীক্ষা জানাচ্ছে, বৃহন্মুম্বই পুরসভায় বিজেপি-শিন্দেসেনা জোট ১৩৮, উদ্ধবের শিবসেনা (ইউবিটি) এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) জোট (এই জোটে শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-ও রয়েছে) ৫৯ এবং কংগ্রেস ও দলিত নেতা প্রকাশ অম্বেডকরের দল ‘বঞ্চিত বহুজন অঘাড়ী’র (ভিবিএ) জোট ২৩টি আসনে জিততে পারে। ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র বুথফেরত সমীক্ষা বলছে, বিজেপি ও উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনার জোটের ১৩১-১৫১ এবং উদ্ধবসেনা-এমএনএস-এনসিপি (শরদ) জোটের ৫৮-৬৯টি ওয়ার্ডে জয়ের সম্ভাবনা। কংগ্রেস-ভিবিএ জোটের ঝুলিতে যেতে পারে ১২-১৬টি আসন। প্রসঙ্গত, মহারাষ্ট্রের শাসকজোট ‘মহাজুটি’র আর এক শরিক তথা উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের এনসিপিকে এ বার বিজেপি-শিন্দেসেনা কোনও আসন না ছাড়়ায় তিনি আলাদা ভাবে ৩৭টি আসনে লড়ছেন।

Advertisement

২০২২ সালের জুনে শিবসেনার ভাঙনের পরে এই প্রথম বার বিএমসির ভোট হতে চলেছে। এর আগে ২০১৭ সালে শেষ বার বিএমসির ভোট হয়েছিল। ২২৭টি ওয়ার্ডের মধ্যে ৮৪টিতে জিতে বৃহত্তম দল হয়েছিল উদ্ধবের নেতৃত্বাধীন অবিভক্ত শিবসেনা। ২০১৯ পর্যন্ত বিজেপির সমর্থনে পুরসভা চালালেও সে বছর বিধানসভা ভোটের পর এনডিএ ছেড়েছিলেন উদ্ধব। তার পর কংগ্রেস এবং এনসিপির সমর্থনে পুরসভা চালাচ্ছিল তাঁর দল। কিন্তু মেয়াদ ফুরোনোর পরে ২০২২ সালের মার্চ মাসে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। এ বার মহারাষ্ট্রের পুরভোটে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মরাঠি সংস্করণ মহাবিকাশ আঘাড়ীর (এমভিএ) কার্যত কোনও অস্তিত্বই নেই। বিভাজন স্পষ্ট এনডিএ-তেও। বিভিন্ন পুরসভায় স্থানীয় ভিত্তিতে সমঝোতা হয়েছে। তবে এই পুরভোটে সবচেয়ে বড় আলোচ্য বিষয় ১৭ বছর পরে ঠাকরে তুতো-ভাইদের একজোট হয়ে লড়াই। বিজেপি যাকে ‘পরিবারতন্ত্রের পুনরুত্থানের ব্যর্থ চেষ্টা’ বলে কটাক্ষ করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement