মামলার খরচ বাড়ছেই কেন্দ্রের

ধাক্কা লেগেছে আইনি খরচেও। বেড়েছে আইনজীবীদের পরিষেবার খরচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ০৩:৫৭
Share:

প্রতীকী ছবি।

মোদী জমানার চার বছরে তিন গুণ বাড়ল সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের খরচ।

Advertisement

তিন তালাক থেকে আধার, বিচারপতি নিয়োগের বিল থেকে দিল্লির অরবিন্দ কেজরীবালের সঙ্গে কেন্দ্রের বিবাদ—সুপ্রিম কোর্টে একের পর এক বড় মামলায় জড়িয়েছে মোদী সরকার। তার ধাক্কা লেগেছে আইনি খরচেও। বেড়েছে আইনজীবীদের পরিষেবার খরচ।

আইন মন্ত্রকের তথ্য অনুযায়ী, নরেন্দ্র মোদী সরকারের প্রথম বছর, ২০১৪-১৫-য় সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে খরচ হয়েছিল প্রায় ১৬ কোটি টাকা। সেই খরচই ২০১৭-১৮-য় গিয়ে পৌঁছেছে প্রায় ৪৮ কোটি টাকায়। ২০১১-১২-য় যা ছিল ১১ কোটি টাকারও কম।

Advertisement

আইনজীবী মহলের ব্যাখ্যা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে সাংবিধানিক ক্ষমতা নিয়ে লড়াই করতে গিয়েই প্রচুর খরচ করতে হয়েছে মোদী সরকারকে। কেন্দ্রের নিজস্ব অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত সলিসিটর জেনারেলরা তো রয়েছেন। তার বাইরেও আইনজীবী নিয়োগ করা হয়েছে। দিল্লি বনাম কেন্দ্রের বিবাদে সুপ্রিম কোর্টের রায়ের পরেও কেজরীবাল সরকার ফের মামলা করেছে। তার জন্য হরিশ সালভে, সি আর্যমান সুন্দরম, রাকেশ দ্বিবেদীর মতো তিন পোড়খাওয়া আইনজীবীকে নিয়োগ করা হয়েছে। তাঁদের ফি-ও বিশাল। সরকারি সূত্রের অবশ্য যুক্তি, সুপ্রিম কোর্টে মামলার সংখ্যা বৃদ্ধিও এর কারণ। সেই জন্যই কর আদায় সংক্রান্ত বিবাদ নিয়ে মামলা কমাতে উদ্যোগী হয়েছে অর্থ মন্ত্রক। আর বিরোধীদের অভিযোগ, সিবিআই-ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কাজে লাগাতে চাইছে মোদী সরকার। সে কারণেও এই সংস্থাগুলির মামলার সংখ্যা বাড়ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন