kashmir

কাশ্মীরের কুলগামে বিস্ফোরণ, হত অন্তত সাত

প্রাণ হারালেন ছয় স্থানীয় ব্যক্তি। সংঘর্ষস্থলের কাছেই একটি শেল পড়েছিল। সংঘর্ষের সময় একটি বাড়িতে আগুন ধরে যায়। তারপরই শেল ফেটে বিস্ফোরণ ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ২১:৫৭
Share:

এই বাড়িটিতেই শেল ফেটে বিস্ফোরণ ঘটে। ছবি: পিটিআই

সংঘর্ষে তিন সন্ত্রাসবাদীর মৃত্যুর পরেই ফের বিস্ফোরণ কাশ্মীরে।

Advertisement

জম্মু-কাশ্মীরের কুলগামে শেল ফেটে বিস্ফোরণ হয় রবিবার। প্রাণ হারালেন সাত স্থানীয় ব্যক্তি। সংঘর্ষস্থলের কাছেই একটি শেল পড়েছিল। সংঘর্ষের সময় একটি বাড়িতে আগুন ধরে যায়। তারপরই শেল ফেটে বিস্ফোরণ ঘটে। জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারান দুই ব্যক্তি।

প্রথমে মনে করা হয়েছিল, সংঘর্ষের সময় ছুটে আসা গোলার আঘাতে প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তিরা। কারণ সংঘর্ষ চলাকালীন গুলির আঘাতে তিন সন্ত্রাসবাদীও প্রাণ হারায়। কিন্তু অফিসিয়াল সূত্রে জানা যায়,

Advertisement

জম্মু ও কাশ্মীরের কুলগামে এনকাউন্টারের পর সেই এলাকায় একটি জোরালো বিস্ফোরণে প্রাণ গিয়েছে ৬ সাধারণ নাগরিকের। সংঘর্ষস্থলেই পড়ে ছিল বিস্ফোরকটি। সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলিবিনিময়ের সময় একটি বাড়িতে আগুন ধরে যায়। সেই আগুন নেভাতে ছুটে যান কয়েকজন স্থানীয় মানুষ। আগুনের সংস্পর্শ এসে ঠিক তখনই ফেটে যায় বিস্ফোরক শেলটি। প্রাণ যায় নিরীহ ছয় ব্যক্তির।

রাজ্য পুলিশের তরফে টুইটে জানানো হয়, 'নিষেধ করা সত্ত্বেও সংঘর্ষের ঠিক পরেই ওই এলাকা দেখতে চলে যান স্থানীয়রা। বারবার বলা হয়েছিল যে বিস্ফোরকের খোঁজে তল্লাশি অভিযান চলছে। কিন্তু সে কথা শোনেননি স্থানীয়রা। সেই সময় আচমকাই বিস্ফোরক ফেটে যায়।’’

কীভাবে এটা ঘটল এবং কী ধরনের বিস্ফোরক ছিল, তার তদন্ত শুরু করেছে জম্মু পুলিশ।মৃত সন্ত্রাসবাদীদের আনা গ্রেনেড বা নিরাপত্তা রক্ষীদের মর্টার শেল ফেটেছে বলেই পুলিশের অনুমান। স্থানীয়দের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

আরও পড়ুন:মদ খাওয়া নিয়ে বচসা, দু’বছরের সন্তানের সামনেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুন​

এই ঘটনার পরই উপত্যকা জুড়ে বন‌্ধের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি।

কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন