(বাঁ দিকে) এস জয়শঙ্কর। মার্কো রুবিয়ো (ডান দিকে) — ফাইল চিত্র।
শুল্ক ও ভিসা নিয়ে বিতর্কের মাঝে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে দেখা করছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকেই আলোচনায় বসতে পারেন রুবিয়ো ও জয়শঙ্কর।
শেষ বার রুবিয়ো এবং জয়শঙ্করের দেখা হয়েছিল চলতি বছরের জুলাইয়ে। তারও আগে জানুয়ারি মাসে ওয়াশিংটনে দেখা করেছিলেন তাঁরা। তবে রাশিয়ার থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে ভারতীয় পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত শুল্ক চাপানোর পর এই প্রথম মুখোমুখি বসছেন দুই নেতা। তা ছাড়া, সম্প্রতি এইচ-১বি ভিসা সংক্রান্ত নিয়মেও বিস্তর বদল এনেছেন ট্রাম্প। জানানো হয়েছে, এখন থেকে এইচ-১বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) নেওয়া হবে। ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল সাড়ে ৯টা থেকে চালু হয়ে গিয়েছে নয়া এই নিয়ম। যার ফলে চিন্তায় পড়েছেন কর্মসূত্রে মার্কিন মুলুকে বসবাসকারী বহু ভারতীয়। ঘটনাচক্রে, তার পর দিনই দেখা হচ্ছে রুবিয়ো ও জয়শঙ্করের। ফলে শুল্কের পাশাপাশি ভিসা সংক্রান্ত বিষয়েও আলোচনা হতে পারে দু’জনের।
তবে নানা বাধা সত্ত্বেও সম্প্রতি দু’দেশের কূটনৈতিক সম্পর্কের খানিক উন্নতি হয়েছে। শুল্কবিতর্কে থমকে যাওয়া দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে ফের আলোচনা শুরু করেছে উভয় পক্ষই। দিন কয়েক আগেই বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করতে নয়াদিল্লি এসেছিল আমেরিকার বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধিদল। সোমবার ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল আমেরিকায় যাচ্ছেন। দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তি যাতে দ্রুত সম্পন্ন হয়, সেই পথ আরও মসৃণ করতেই আবার ওয়াশিংটনে আলোচনায় বসছেন দু’দেশের প্রতিনিধিরা। শুধু তা-ই নয়, বিনিয়োগ এবং অন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে দু’দেশের আর্থিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রকের কর্তারা। সেই একই দিনে দেখা হচ্ছে জয়শঙ্কর ও রুবিয়োর। ফলে সংক্ষিপ্ত অথচ উচ্চপর্যায়ের এই বৈঠককে ভারত-মার্কিন সম্পর্কের অগ্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।