এস জয়শঙ্কর। —ফাইল চিত্র।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার আমেরিকায় নিযুক্ত কনসাল জেনারেলদের সম্মেলনে সভাপতিত্ব করলেন। ভারত-আমেরিকা সম্পর্ক জোরদার করতে দূতাবাস ও কনস্যুলেটগুলির গুরুত্ব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার এই প্রক্রিয়ার মধ্যে জয়শঙ্কর সে দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কও পর্যালোচনা করেন। পরে একটি পোস্টে তিনি বলেন, ‘আজ নিউ ইয়র্কে কনসাল জেনারেলদের একটি সম্মেলনে সভাপতিত্ব করেছি, যেখানে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত ভারতীয় দূতাবাসের কর্তারা, নিউ ইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেল, লস অ্যাঞ্জেলেস, সিয়াটেল, সান ফ্রান্সিসকো, আটলান্টা, হিউস্টন, শিকাগো, এবং বস্টনে ভারতের কনস্যুলেট জেনারেলরা। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারতীয় বংশোদ্ভূতদের কার্যকলাপের জন্য তাঁদের সমর্থন ও সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। ভারত-আমেরিকা অংশীদারিকে শক্তিশালী করার জন্য আমাদের দূতাবাস এবং কনস্যুলেটগুলির ভূমিকা প্রশংসনীয়।’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে