Extra Marital Relation

Relationship: বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকলেই ‘চরিত্র খারাপ’ বলা অনুচিত, বলল হরিয়ানা হাই কোর্ট

মেয়েকে নিজের হেফাজতে চেয়ে মহিলা মামলা করায় তাঁর স্বামী আদালতে অভিযোগ জানান, স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুন ২০২১ ১৩:৪৭
Share:

ফাইল চিত্র।

কোনও মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকলে তার অর্থ এই নয় যে, তিনি 'খারাপ মা'। এক মামলার পরিপ্রেক্ষিতে এমনই মন্তব্য করল পঞ্জাব হরিয়ানা হাইকোর্ট।

Advertisement

এক মহিলা তাঁর ৪ বছরের মেয়ের হেফাজত চেয়ে আদালতে মামলা করেছিলেন। অস্ট্রেলিয়ায় থাকেন মহিলা। তাঁর মেয়েকে নিজের হেফাজতে রেখে দিয়েছেন স্বামী।

মেয়েকে নিজের হেফাজতে চেয়ে মহিলা মামলা করায় তাঁর স্বামী আদালতে অভিযোগ জানান, তাঁর স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে। তাঁর ‘চরিত্র’ ভাল নয়। এর পরই আদালতে ওই ব্যক্তি দাবি করেন, যে হেতু স্ত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে, অতঅব তিনি কোনও ভাবেই এক জন ভাল মা হতে পারেন না।

Advertisement

সব শোনার পর আদালত জানায়, এক জন মহিলা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন মানে এই নয় যে, তিনি ভাল মা হতে পারবেন না বা তাঁর 'চরিত্র খারাপ' এমনটা বলা উচিত হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন