মুখ দিয়েও এ বার চেনা যাবে আধারে

সমস্যা মেটাতে এ বার নতুন প্রযুক্তি করতে চালু করতে চলেছেন আধার কর্তৃপক্ষ (ইউআইডিএআই)। তার সাহায্যে মুখের ছবি দেখেও বোঝা যাবে, কার্ডধারী আসল না নকল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ০৩:১৬
Share:

—ফাইল চিত্র।

মোট বইতে বইতে আঙুলের রেখা অস্পষ্ট হয়ে গিয়েছিল তাঁর। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরকারি ভর্তুকির টাকা তুলতে গিয়ে বিপাকে পড়েছিলেন প্রৌঢ়। আধার কার্ডের সঙ্গে আঙুলের ছাপ মেলেনি।

Advertisement

এমন সমস্যায় হরবখত পড়েন এ দেশের বহু মানুষই। আধার তথ্যের সঙ্গে যাচাই করতে গিয়ে কখনও আঙুলের ছাপ মেলে না। কখনও বা চোখের মণির ছবি। সেই সমস্যা মেটাতে এ বার নতুন প্রযুক্তি করতে চালু করতে চলেছেন আধার কর্তৃপক্ষ (ইউআইডিএআই)। তার সাহায্যে মুখের ছবি দেখেও বোঝা যাবে, কার্ডধারী আসল না নকল। ইউআইডিএআই জানিয়েছে, চলতি বছরের ১ জুলাই থেকেই চালু হয়ে যাবে নতুন প্রযুক্তি।

তবে নয়া পদ্ধতির কথা ঘোষণা হতে না হতেই বিতর্ক দানা বেঁধেছে। আধারে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ভঙ্গ হচ্ছে কি না, আগামী ১৭ জানুয়ারি সেই মামলা শুরু হওয়ার কথা সুপ্রিম কোর্টে। ঠিক তার আগে এই ঘোষণায় ক্ষুব্ধ অনেকেই। ব্যক্তিপরিসর সংক্রান্ত আইন বিশেষজ্ঞ অপার গুপ্তর কথায়, ‘‘এ ভাবে তথ্য চুরি ছাড়া আর কিছুই হচ্ছে না। সেই সঙ্গে আইন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। আর যাই হোক এতে সাধারণ মানুষের নিরাপত্তা বজায় থাকবে না। শুধুমাত্র মানুষের ব্যক্তিপরিসরের অধিকার ভঙ্গই হবে।’’

Advertisement

ইউআইডিএআই-এর সিইও অজয়ভূষণ পাণ্ডে এ দিন টুইট করেন, ‘‘পরিচিতি যাচাইয়ের জন্য আর একটা যুগান্তকারী প্রযুক্তি! চালু প্রক্রিয়াগুলোতে যাঁদের সমস্যা রয়েছে, তাঁদের জন্য এই পদ্ধতি।’’ উচ্ছ্বসিত তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও। বলেছেন, ‘‘আরও একটা সমস্যার সমাধান হল।’’ যদিও অনেকেরই দাবি, এ তো নাক ঘুরিয়ে চিনের পথেই হাঁটছে নরেন্দ্র মোদী সরকার! ‘শু লিয়াং’ (অর্থ, কড়া নজর) নামে একটি প্রকল্প গ্রহণ করেছে চিন। রাস্তাঘাট, শপিং মল, যানবাহন, এমনকী আবাসনগুলোতে থাকা সিসিটিভি ক্যামেরা ওই প্রকল্পের আওতায় আনা হয়েছে। ওই সব নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়া ফুটেজ দেশ জুড়ে চলতে থাকা নজরদারি প্রকল্পের হাতে তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ দেশের সর্বত্রই ‘কড়া নজরে’ চিনের নাগরিকেরা। অনেকেরই আশঙ্কা, একই ভাবে এ দেশেও বাসিন্দাদের নজরবন্দি করতে চলেছে সরকার।

সেই সঙ্গে ধন্দও দানা বেঁধেছে আধার-মালিকদের মনে। তবে কি নতুন করে ছুটতে হবে আধার কার্ড নিয়ে? ইউআইডিএআই জানিয়েছে, একেবারেই না। প্রত্যেকেরই আধার কার্ডে ছবি রয়েছে। ফলে নতুন করে কিছু করার প্রয়োজন নেই। শুধু সেই ছবি দেখে এত দিন পরিচিতি যাচাই করা যেত না। নতুন প্রযুক্তিতে এ বার সেটাই করা সম্ভব হবে। মুখ দিয়েও যাবে চেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement