PVR Guwahati

সিনেমা চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রেক্ষাগৃহের ছাদ! গুয়াহাটিতে জখম শিশু-সহ কয়েক জন

রবিবার রাতে গুয়াহাটি পিভিআরে ‘মহাবতার নরসিংহ’ নামের একটি ছবির স্ক্রিনিং চলছিল। আমচকা সিলিংয়ের একাংশ ভেঙে পড়ে। দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১১:০৬
Share:

গুয়াহাটির প্রেক্ষাগৃহে সিলিং ভেঙে পড়ায় হুড়োহুড়ি। ছবি: সংগৃহীত।

রাতের শো চলাকালীন গুয়াহাটির প্রেক্ষাগৃহে আচমকা ভেঙে পড়ল নকল ছাদের একাংশ! জখম হলেন শিশু-সহ বেশ কয়েক জন। তড়িঘড়ি শো বন্ধ করে দর্শকদের প্রেক্ষাগৃহ থেকে বার করে দেওয়া হয়। তবে আচমকা এমন ঘটনায় প্রেক্ষাগৃহের ভিতর আতঙ্ক এবং হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। কোনও রকমে কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিয়েছেন। অসমের গুয়াহাটিতে পিভিআর সিনেমা হলে এই ঘটনা ঘটেছে রবিবার রাতে।

Advertisement

গুয়াহাটি পিভিআরে ‘মহাবতার নরসিংহ’ নামের ছবিটির স্ক্রিনিং চলছিল। রাতের শো হলেও হলে দর্শকসংখ্যা নেহাত কম ছিল না। আমচকা সিলিংয়ের একাংশ ভেঙে পড়ে। সেটি প্রেক্ষাগৃহের প্রধান সিলিং নয়। আনুষাঙ্গিক সজ্জার জন্য নকল সিলিং তৈরি করা হয়েছিল। তার একাংশ ভেঙে বিপর্যয় ঘটেছে। সিলিং ভেঙে দর্শকাসনে ছড়িয়ে পড়ে তার ধ্বংসাবশেষ।


Advertisement

ঘটনার পরেই ওই প্রেক্ষাগৃহে ছবির স্ক্রিনিং বন্ধ করে দেওয়া হয়। জরুরি ভিত্তিতে দর্শকদের বাইরে বার করে আনেন পিভিআরের কর্মচারীরা। যে শপিং মলের ভিতরে পিভিআরের প্রেক্ষাগৃহ ছিল, সেখানকার কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগান। নকল ছাদের একাংশ যে সমস্ত দর্শকদের মাথায় বা গায়ে পড়েছিল, তাঁদের মধ্যে কয়েক জন শিশুও ছিল। মলের ভিতরেই আহতদের প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয়। শিশু-সহ অন্তত তিন জনের আঘাত গুরুতর ছিল। তবে সকলেই আপাতত স্থিতিশীল বলে খবর।

রবিবার রাতের এই ঘটনার পর প্রাথমিক ভাবে গুয়াহাটি পিভিআর বন্ধ করে দেওয়া হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল, নকল সিলিংয়ের একাংশ কেন আচমকা ভেঙে পড়ল, খতিয়ে দেখা হচ্ছে। অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছেন পিভিআর কর্তৃপক্ষ। তবে পিভিআর বা শপিং মল কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement