National news

শৌচালয় ব্যবহার করলেই মিলবে আড়াই হাজার টাকা!

এ বার থেকে উন্মুক্ত জায়গার বদলে শৌচালয় ব্যবহার করলেই প্রতি মাসে মিলবে আড়াই হাজার টাকা! স্বচ্ছ ভারত মিশনের আওতায় পরিবেশ সুরক্ষিত করার জন্য সম্প্রতি এই প্রকল্প চালু হয়েছে রাজস্থানের বায়টু এবং গিরা নামে দু’টি গ্রামে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ১২:২৫
Share:

প্রতীকী ছবি।

এ বার থেকে উন্মুক্ত জায়গার বদলে শৌচালয় ব্যবহার করলেই প্রতি মাসে মিলবে আড়াই হাজার টাকা!

Advertisement

স্বচ্ছ ভারত মিশনের আওতায় পরিবেশ সুরক্ষিত করার জন্য সম্প্রতি এই প্রকল্প চালু হয়েছে রাজস্থানের বায়টু এবং গিরা নামে দু’টি গ্রামে। এই দুই জায়গায় সাফল্য পেলে ধীরে ধীরে তা রাজস্থান এবং দেশের অন্যান্য গ্রামেও চালু করা হবে। গুরুগ্রামের একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্পটি এনেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।

সোমবার বায়টুতে এই প্রকল্পের উদ্বোধন করেন বারমার জেলা কালেক্টর সুধীর শর্মা। ওই দিনই বছরভর শৌচালয় ব্যবহার করার জন্য এই দুই গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট ৮টি পরিবারের হাতে আড়াই হাজার টাকার চেক তুলে দেন তিনি। কালেক্টর সুধীর শর্মা জানান, গ্রামের অনেকেই যে হেতু অর্থের অভাবে শৌচালয় তৈরি করতে পারেন না, তাই গ্রামবাসীদের জন্য আলাদা শৌচালয় করা হবে। গ্রামবাসীরা তা ব্যবহার করছেন কি না তা দেখার জন্য কয়েক জন সদস্যের একটা দল বানানো হবে। টানা তিন-চার মাস গ্রামের পরিবারগুলির উপরে নজর রাখবে দলটি। যে সমস্ত পরিবার নিয়মিত শৌচালয় ব্যবহার করবে তাঁদের হাতে আড়াই হাজার টাকার চেক দেওয়া হবে। এতে যেমন পরিবেশ রক্ষা পাবে, তেমনই পরিবারগুলির আর্থিক সমস্যাও অনেকটাই মিটবে বলে তাঁর আশা। পরিবেশকে সুরক্ষিত করার এই পরিকল্পনা সফল হলে অন্যান্য গ্রামেও খুব তাড়াতাড়ি তা চালু করা হবে বলে তিনি জানিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: ধর্মের ছোঁয়া নেই, দেশকে নিরাপদ করতেই নির্দেশ, ফের দাবি ট্রাম্পের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement