অভিযুক্ত নার্স। ছবি: সংগৃহীত।
প্রেমিককে বিয়ে করতে চেয়েছিলেন নার্স। কিন্তু বাবা-মা কন্যার সেই সম্পর্ক মেনে নিতে চাননি। তা থেকেই অশান্তির সূত্রপাত। বিয়ের পথে বাধা হয়ে দাঁড়ানোয় বাবা-মাকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল সেই নার্সের বিরুদ্ধে। ঘটনাটি তেলঙ্গানার ভিকারাবাদ জেলার।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সুরেখা। তিনি তেলঙ্গানার একটি বেসরকারি হাসপাতালের নার্স। প্রেমের বিয়েতে বাধা দেওয়ায় বাবা-মাকে খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কয়েক বছর ধরে প্রেম করছিলেন সুরেখা। সম্প্রতি তাঁর এই সম্পর্কের কথা বাড়িতে জানান। শুধু তা-ই নয়, পরিবারের কাছে প্রস্তাব দেন, প্রেমিককে বিয়ে করতে চান। কিন্তু কন্যার এই সিদ্ধান্তের তীব্র আপত্তি জানান। তার পর থেকেই বাড়ির সঙ্গে সম্পর্কের টানাপড়েন শুরু হয় নার্সের।
পড়শিরা জানিয়েছেন, বাবা-মায়ের সঙ্গে মাঝেমধ্যেই অশান্তি হত সুরেখার। তাঁদের কথায়, ‘‘সব বাড়িতেই কিছু না কিছু ঝামেলা লেগে থাকে, সুরেখাদের ক্ষেত্রেই তাই হচ্ছে, এমনটাই জানতাম। কিন্তু এত বড় কাণ্ড ঘটাবে কেউ কল্পনা করতে পারিনি।’’ তদন্তকারীরা জানতে পেরেছেন, বাবা-মায়ের আপত্তিতে হতাশ হয়ে পড়েছিলেন সুরেখা। তার পরই বাবা-মাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন।
পুলিশ জানিয়েছে, সুরেখা যে হাসপাতালে কাজ করেন, সেখান থেকে তিনি কড়া মাত্রার ইঞ্জেকশন নিয়ে আসেন। বাবা-মা যখন ঘুমিয়ে পড়েছিলেন, সেই সময় তিনি ইঞ্জেকশন দেন। তার পরই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।