Meghalaya Honeymoon Murder

‘আমরা আতঙ্কিত’! আট অভিযুক্তের মধ্যে তিন জন ছাড়া পেতেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ রাজার পরিবারের

প্রসঙ্গত, দিন কয়েক আগে রাজা খুনে অভিযুক্ত জমি-বাড়ির ব্যবসায়ী সিলম জেমস, ইনদওরের এক ফ্ল্যাটের মালিক লোকেন্দ্র তোমর এবং নিরাপত্তারক্ষী বলবীরকে জামিন দিয়েছে ম্যাজিস্ট্রেট আদালত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৪:১৯
Share:

সোনম এবং রাজা রঘুবংশী। ফাইল চিত্র।

অভিযুক্তেরা পর পর ছাড়া পেতেই উদ্বেগ প্রকাশ করেছেন রাজা রঘুবংশীর ভাই সচিন। রাজা হাত্যাকাণ্ডে তাঁর স্ত্রী সোনম-সহ আট জনকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু সম্প্রতি সেই অভিযুক্তদের মধ্যে তিন জন জামিন পেয়েছেন। আর তাঁরা জামিন পেতেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজার পরিবারের।

Advertisement

সংবাদমাধ্যমকে সচিন বলেন, ‘‘অভিযুক্তেরা জামিন পাচ্ছেন। আমরা এই ঘটনায় নিরাপদ বোধ করছি না।’’ এর পরই তিনি মেঘালয় সরকারের কাছে আবেদন করেছেন, বাকি অভিযুক্তদের যেন কোনও ভাবেই জামিন না দেওয়া হয়। এর পরই সচিন বলেন, ‘‘আমরা খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। নিরাপদ বোধ করছি না।’’ তিনি জানিয়েছেন, রাজার হত্যাকারীদের শাস্তি দিয়েই ছাড়বেন। তার জন্য যদি বাড়ির প্রতিটি ইটও বিক্রি করতে হয়, তাতেও রাজি। এই মামলা থেকে কোনও ভাবেই পিছু হটবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজার ভাই।

সচিন আরও বলেন, ‘‘আমাদের পরিবারের কারও যদি কোনও কিছু হয়, তা হলে তার জন্য দায়ী থাকবে সোনম এবং ওর প্রেমিক রাজের পরিবার। কারণ অভিযুক্তেরা জামিন পেয়ে যাচ্ছে। তারা যে আমাদের কোনও ক্ষতি করবে না, তার কী নিশ্চয়তা আছে?’’

Advertisement

প্রসঙ্গত, দিন কয়েক আগে রাজা খুনে অভিযুক্ত জমি-বাড়ির ব্যবসায়ী সিলম জেমস, ইনদওরের এক ফ্ল্যাটের মালিক লোকেন্দ্র তোমর এবং নিরাপত্তারক্ষী বলবীরকে জামিন দিয়েছে ম্যাজিস্ট্রেট আদালত। এই তিন জনের বিরুদ্ধে খুনের প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে গত ২৩ মে নিখোঁজ হয়ে গিয়েছিলেন রাজা রঘুবংশী এবং তাঁর স্ত্রী সোনম। ২ জুন রাজার দেহ উদ্ধার হয়। তাঁকে খুনের অভিযোগে ৯ জুন গ্রেফতার করা হয় সোনম, তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা এবং তিন ভাড়াটে খুনিকে। তদন্ত চলাকালীন আরও তিন জনকে পরে গ্রেফতার করা হয়। তাঁদেরই জামিন দিয়েছে আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement