Sangha

কৃষি সংস্কার নিয়ে বৈঠক করবে সঙ্ঘ

‘কৃষি সংস্কার’ই প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠতে চলেছে আরএসএস-এর অখিল ভারতীয় কার্যকারিণী মণ্ডলের বৈঠকে।

Advertisement

 নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২০ ০৪:৪৪
Share:

প্রতীকী ছবি।

মোদী সরকারের আনা কৃষি আইনের বিরুদ্ধে চাষিদের প্রতিবাদের প্রেক্ষিতে এই ‘কৃষি সংস্কার’ই প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠতে চলেছে আরএসএস-এর অখিল ভারতীয় কার্যকারিণী মণ্ডলের বৈঠকে। অক্টোবরের শেষে একটি নয়, দেশের ১১টি শহরে এই বৈঠক বসবে। কোভিডের প্রভাবও হবে আলোচ্য বিষয়।

Advertisement

কৃষক সংগঠনের প্রতিবাদের মুখে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। যদিও বিক্ষোভকারী সংগঠনগুলি এই বৈঠকে হাজির ছিল না। আরএসএস যে চাষিদের ক্ষোভ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে, তা তাদের কার্যকারিণী মণ্ডলেক আলোচ্য বিষয়সূচি থেকে স্পষ্ট।

সরসঙ্ঘচালক মোহন ভাগবত বুধবার দিল্লিতে এক অনুষ্ঠানে বলেছেন, “সঙ্ঘ এমন লোকেদের দিয়ে চলে, যারা থাকেন, কিন্তু দেখা যায় না। যেমন বীজ থেকে গাছ হলেও বীজ মাটিতে মিশে যায়।” গত কয়েক দিনে ভাগবত যাযাবর জাতির উন্নতি নিয়েও ভাবনাচিন্তার কথা বলেছেন। হাথরসে দলিত তরুণীর গণধর্ষণের ঘটনার পরে যখন বিজেপির বিরুদ্ধে দলিতদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, তখন ভাগবতের মুখে যাযাবর জাতির কল্যাণের কথা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

Advertisement

আরও পড়ুন:কল রেকর্ড ঘিরে নয়া দাবি, হাথরসে মেয়াদ বৃদ্ধি সিটের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন