ঢেঁড়া পিটিয়ে খবর ছড়ানোর চল রয়েছে কর্নাটকে বেঙ্গালুরুর কাছে মাইসুরুর গ্রামে। ঘরের সামনে শব্দ করে ঢেঁড়া পেটানোর প্রতিবাদ করেছিলেন এক কৃষক। পুলিশ জানিয়েছে, সেই কারণে পঞ্চায়েতের তরফে তাঁর দু’লক্ষ টাকা জরিমানার নিদান দেওয়া হয় বলে পরিবারের তরফে অভিযোগ। তার জেরেই বছর ছাপ্পান্নর ওই কৃষক আত্মঘাতী হন বলে দাবি তাঁর পরিবারের। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের খোঁজ চলছে।