National News

‘আত্মহত্যা তো পুলিশ, ব্যবসায়ীও করে’, বললেন মধ্যপ্রদেশের কৃষিমন্ত্রী

বললেন, ‘‘কে না আত্মহত্যা করে? পুলিশ কমিশনার, পদস্থ কর্তা থেকে শুরু করে ব্যবসায়ী, শিল্পপতি আত্মহত্যা তো সবাই করে। এটা গোটা বিশ্বের সমস্যা। কে কেন আত্মঘাতী হন, তা তাঁরাই ভাল বলতে পারবেন। আমরা বড়জোর আন্দাজ করতে পারি।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৮ ১৮:৪০
Share:

মধ্যপ্রদেশের কৃষিমন্ত্রী বালকৃষ্ণ পাতিদার।

কৃষকদের আত্মহত্যার ঘটনা যখন ভারতে প্রায় রোজনামচাই, তখন সেই আত্মহত্যাকে লঘু করে দেখালেন মধ্যপ্রদেশের কৃষিমন্ত্রী বালকৃষ্ণ পাতিদার।

Advertisement

বললেন, ‘‘কে না আত্মহত্যা করে? পুলিশ কমিশনার, পদস্থ কর্তা থেকে শুরু করে ব্যবসায়ী, শিল্পপতি আত্মহত্যা তো সবাই করে। এটা গোটা বিশ্বের সমস্যা। কে কেন আত্মঘাতী হন, তা তাঁরাই ভাল বলতে পারবেন। আমরা বড়জোর আন্দাজ করতে পারি।’’

মধ্যপ্রদেশের কৃষিমন্ত্রীর এই মন্তব্য নিয়ে আলোড়নের আরও কারণ, গত ৫ বছরে তাঁর রাজ্যেই কৃষকদের আত্মহত্যার ঘটনা বেড়েছে ২০ শতাংশেরও বেশি। গত ২০ মার্চ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী পুরুষোত্তম রুপালা লোকসভায় জানান, ২০১৩ সাল থেকে এখনও পর্যন্ত মধ্যপ্রদেশে কৃষকদের আত্মঘাতী হওয়ার ঘটনা ২১ শতাংশ বেড়েছে।

Advertisement

গত বছর একের পর এক কৃষক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মধ্যপ্রদেশ। গত জুনে একই দিনে তিন জন কৃষক আত্মঘাতী হন। সেই জুনেই পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে মান্দসৌরে পুলিশের গুলিতে ৫ কৃষকের মৃত্যু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement