ধার শোধ না করতে পারার অপমানে আত্মঘাতী হলেন তামিলনাড়ুর এক কৃষক। এক বেসরকারি লগ্নি সংস্থা থেকে ৭ লক্ষ টাকা ধার নেন অরুমুগম নামে ওই ব্যক্তি। বয়েকা দু’লক্ষ টাকা তুলতে তাঁর ট্রাক্টর বাজেয়াপ্ত করে ওই সংস্থা। প্রকাশ্যে অপমানও করা হয় তাঁকে। পুলিশের দাবি, কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি চড়াও হয় অরুমুগমের উপরে। এই ঘটনায় বিরোধী পক্ষ তীব্র ভাবে আক্রমণ করেছে তামিলনাড়ুর এডিএমকে সরকারকে।