National news

বিহারে আকাশ থেকে খসে পড়ল রহস্যজনক পাথর! তৈরি হল বিশাল গর্ত

ওই পাথরটি আপাতত বিহার মিউজিয়ামে রাখা রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ১২:০২
Share:

এই বিশালাকার গর্ত সৃষ্টি করেছে পাথরটি। ছবি: সংগৃহীত।

বিকালে তখন চাষের কাজে ব্যস্ত কৃষকেরা। হঠাৎ তীর বেগে আকাশ থেকে কিছু একটা পড়ল মাটিতে। ভীষণ জোরে একটা আওয়াজে আশপাশটা কেঁপে উঠল। কাছে গিয়ে তাঁরা দেখেন, মাটির ভিতের পুঁতে রয়েছে একটা বিশালাকার পাথর। তার গা থেকে তখনও ধোঁয়া উঠছে। বুধবার বিহারের মধুবনির এই ঘটনায় হতচকিত হয়ে যান গ্রামবাসীরা। খবর যায় স্থানীয় প্রশাসনে। এই পাথরের রহস্য এখনও পুরোপুরি জানা যায়নি, তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, এই রহস্যজনক পাথর আসলে একটি উল্কাপিণ্ড।

Advertisement

ওই পাথরটি আপাতত বিহার মিউজিয়ামে রাখা রয়েছে। তাঁর ওজন ১৫ কিলোগ্রাম এবং আকার একটা ফুটবলের মতো। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পাথরটি যখন আকাশ থেকে নীচে পড়ে মাঠে অনেকেই কাজ করছিলেন। দ্রুত গতিতে নীচে নামার সময় আওয়াজে উপরে দিকে তাকিয়ে তাঁরা দেখেন, কিছু একটা দ্রুত গতিতে নীচে নেমে আসছে। কিন্তু বস্তুটি কী তা বোঝা যাচ্ছিল না। আতঙ্কে দৌড়ে দূরে চলে যান গ্রামবাসীরা। নীচে পড়ার পর প্রায় ৪ ফুট গভীর গর্ত হয়ে যায়। পরে সেই গর্ত থেকে সেটাকে টেনে তুলে আনে স্থানীয় প্রশাসন।

সূত্রের খবর, পাথরটির বাইরের অংশে একাধিক আঙুলের ছাপের মতো খাঁজ রয়েছে। লোহার জিনিস কাছে নিয়ে লেগে আকর্ষণ করছে, অর্থাৎ তার চৌম্বক ধর্মও রয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, পাথরটার বাইরের অংশে আঙুলের ছাপের মতো যে খাঁজ দেখা যাচ্ছে, সাধারণত উল্কা পৃথিবীর বায়ুস্তর ভেদ করার সময় এই খাঁজ হয়ে থাকে। তাই আপাতদৃষ্টিতে পাথরটিকে খসে পড়া উল্কার অংশ বলে মনে হলেও বিহারের শ্রীকৃষ্ণ সায়েন্স সেন্টারের বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন পাথরটিকে নিয়ে।

Advertisement

এই পাথরটাই আকাশ থেকে পড়েছে। ছবি: সংগৃহীত।

আরও পড়ুন: ২০ অগস্ট পর্যন্ত কী হয় কী হয় উদ্বেগে ইসরো! চরম উত্তেজনা কন্ট্রোল রুমে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন