প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানের জন্য কাঁচা ফসল কাটতে রাজি নন কৃষকেরা। ১২ মার্চ রেল প্রকল্পের ঘোষণা-অনুষ্ঠানের জন্য বিহারের সুলতানপুর গ্রামের যে মাঠটি বেছে নেওয়া হয়েছে, তার প্রায় ৬০ একর জমি জুড়ে রয়েছে কৃষকদের কাঁচা ফসল। ওই ফসল তুলতে রাজি নন, বলেই জানান সুলতানপুর গ্রামের কৃষকেরা।