গণপিটুনিকেই ঢাল করছেন চোক্সী

পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত গীতাঞ্জলি জেম‌্স-এর কর্তা মেহুল চোক্সী তাঁর বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বাতিলের জন্য মুম্বইয়ের বিশেষ আদালতের শরণাপন্ন হলেন। বিদেশে গা-ঢাকা দিয়ে থাকা মেহুল আদালতে এক আবেদনে জানিয়েছেন, ভারতে তাঁকে নিয়ে আসা হলে তিনি গণপিটুনির মুখে পড়তে পারেন ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৮ ০২:৫৮
Share:

মেহুল চোক্সী। ফাইল চিত্র।

পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত গীতাঞ্জলি জেম‌্স-এর কর্তা মেহুল চোক্সী তাঁর বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বাতিলের জন্য মুম্বইয়ের বিশেষ আদালতের শরণাপন্ন হলেন। বিদেশে গা-ঢাকা দিয়ে থাকা মেহুল আদালতে এক আবেদনে জানিয়েছেন, ভারতে তাঁকে নিয়ে আসা হলে তিনি গণপিটুনির মুখে পড়তে পারেন ।

Advertisement

এই মামলায় ইডি-র চার্জশিট খতিয়ে দেখে বেআইনি আর্থিক লেনদেন রোধে বিশেষ আদালত (পিএমএলএ) চোক্সীর বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে। পিএমএলএ কোর্টে চোক্সী জানিয়েছেন, শুধু প্রাক্তন কর্মী বা ঋণদাতাদের কাছ থেকে নয়, জেল-কর্মী বা অন্য বন্দিদের (ভারতে ফিরলে ধরে নেওয়া যা তাঁকে জেলেই থাকতে হবে) হাতেও প্রাণনাশের আশঙ্কা রয়েছে তাঁর। ওই আবেদনে লেখা হয়েছে, ‘‘ভারতে এখন পরপর গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে বিচার করছেন। আবেদনকারীও সেই একই ভয় পাচ্ছেন। তাঁর বিরুদ্ধে অনেকের ক্ষোভ এবং রাগ রয়েছে।’’ চোক্সীকে ভারতে ফেরালে জেলে হামলার আশঙ্কার কথাও এ প্রসঙ্গে বলা হয়েছে আবেদনে। তাঁর আইনজীবীর দাবি, চোক্সী কখনও তদন্তে অসহযোগিতা করেননি। কিন্তু শারীরিক অসুস্থতা, পাসপোর্ট বাতিল এবং প্রাণহানির আশঙ্কায় তিনি ফিরতে পারছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন