প্রথম চারে থেকে ইউপিএসসি-তে বাজিমাত মেয়েদের

প্রকাশিত হল ’১৪ সালের ইউপিএসসি পরীক্ষার চূড়ান্ত মেধা তালিকা। আর তার প্রথম চারটি স্থানই রইল মেয়েদের দখলে। এই চার জনের মধ্যে তিন জন দিল্লির বাসিন্দা। পঞ্চম হয়েছেন পটনার সমস্তীপুরের বাসিন্দা সুহর্ষ ভগত। দেওঘর রামকৃষ্ণ মিশনের এই ছাত্র ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন। দীর্ঘদিন পরে ইউপিএসসি-র প্রথম পাঁচে স্থান পেলেন বিহারের কোনও বাসিন্দা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০০:০৬
Share:

প্রকাশিত হল ’১৪ সালের ইউপিএসসি পরীক্ষার চূড়ান্ত মেধা তালিকা। আর তার প্রথম চারটি স্থানই রইল মেয়েদের দখলে। এই চার জনের মধ্যে তিন জন দিল্লির বাসিন্দা। পঞ্চম হয়েছেন পটনার সমস্তীপুরের বাসিন্দা সুহর্ষ ভগত। দেওঘর রামকৃষ্ণ মিশনের এই ছাত্র ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন। দীর্ঘদিন পরে ইউপিএসসি-র প্রথম পাঁচে স্থান পেলেন বিহারের কোনও বাসিন্দা।

Advertisement

প্রথম হয়েছেন দিল্লির বাসিন্দা ইরা সিঙ্ঘল। শারীরিক প্রতিবন্ধী হলেও ইরা অসংরক্ষিত প্রার্থী হিসেবেই পরীক্ষায় বসেছিলেন। তাঁর স্বপ্ন, আইএএস অফিসার হয়ে প্রতিবন্ধীদের জন্য কাজ করবেন। ’১৩ সালে ইউপিএসসি পাশ করে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে যোগ দিয়েছিলেন তিনি। শনিবার একটি সাক্ষাৎকারে ইরা বলেন, ‘‘আমি যে স্বপ্ন দেখি তা আইএএস অফিসার না হলে পূরণ করা সম্ভব নয়। তাই আগে সফল হলেও ফের পরীক্ষায় বসেছিলাম। কিন্তু এত ভাল ফল আশা করিনি।’’ দ্বিতীয় হয়েছেন কেরলের বাসিন্দা রেণু রাজ। পেশায় চিকিৎসক রেণু প্রথম বার এই পরীক্ষা দিয়েছিলেন।

তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারী নিধি গুপ্ত এবং বন্দনা রাও, দু’জনেই দিল্লির বাসিন্দা। নিধি বর্তমানে কাস্টমস অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ বিভাগে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে কর্মরত। চতুর্থ স্থানাধিকারী বন্দনা ওবিসি-দের মধ্যে প্রথম হয়েছেন। শনিবার ফল প্রকাশের পর উচ্ছ্বসিত বন্দনা বলেন, ‘‘ফল শুনে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। বন্ধুদের বার কয়েক ফোন করে জানতে চেয়েছি আমি ঠিক দেখেছি কি না।’’ পঞ্চম স্থানাধিকারী সুহর্ষ ২০০৪ সালে মাধ্যমিক পাশ করেছেন। মুম্বই আইআইটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন ২০১০ সালে। সেই থেকে টানা পাঁচবার সিভিল সার্ভিস পরীক্ষা দিচ্ছেন। প্রতিবারই সফল হলেও মনের মতো ফল হয়নি। তবে শেষবার আয়কর দফতরের চাকরিটা নিয়ে নিয়েছিলেন। প্রাক্তনীর সাফল্যের খবরে দেওঘর রামকৃষ্ণ মিশনের স্বামী ত্যাগরূপানন্দ বলেন, ‘‘অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন সুহর্ষ। ছোট থেকেই স্বামীজির আদর্শের প্রতি নিষ্ঠাবান ছিলেন।’’

Advertisement

গত বছর অগস্টে ইউপিএসসি-র প্রিলিমিনারি এবং ডিসেম্বরে লিখিত পরীক্ষার পরে উত্তীর্ণ হন ৩,৩০৮ জন। চলতি বছরের এপ্রিল-জুন মাসে সফল পরীক্ষার্থীদের পার্সোনালিটি টেস্ট হয়। ৩০ জুন সেই পর্ব শেষ হয়। তার পরই শনিবার ১,২৩৬ জন সফল প্রার্থীর নাম প্রকাশ করা হয়। পার্সোনালিটি টেস্ট শেষ হওয়ার চার দিনের মাথায় ইউপিএসসি পরীক্ষার চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের এমন ঘটনা নজিরবিহীন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন