Fiancée Attacked Would-be Husband

বিয়ের দু’দিন আগে প্রেমিককে দিয়ে হবু বরকে বেধড়ক মারধর তরুণীর, হাসপাতালে কোমায় যুবক

পুলিশ জানিয়েছে, আক্রান্ত যুবকের নাম গৌরব। তিনি আইটিআইয়ের শিক্ষক। নেহা নামে এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল। আর দু’দিন পরেই ছিল বিয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৭:৪৬
Share:

ভেন্টিলেশনে ফরিদাবাদের সেই যুবক। ছবি: সংগৃহীত।

বিয়ের আর মাত্র দু’দিন বাকি ছিল। কিন্তু তার আগেই হবু স্ত্রীর প্রেমিকের হাতে মার খেয়ে কোমায় চলে গেলেন যুবক। ঘটনাটি হরিয়ানার ফরিদাবাদের।

Advertisement

পুলিশ জানিয়েছে, আক্রান্ত যুবকের নাম গৌরব। তিনি আইটিআইয়ের শিক্ষক। নেহা নামে এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল। আর দু’দিন পরেই ছিল বিয়ে। কিন্তু তার আগেই গৌরবের উপর হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে তাঁরই হবু স্ত্রী নেহা এবং তাঁর প্রেমিক সৌরভের বিরুদ্ধে।

গত ১৭ এপ্রিল বাড়িতে ফেরার সময় গৌরবের উপর হামলা হয়। গৌরবকে লাঠি, বেসবলের ব্যাট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই হামলায় গৌরবের দু’পা, এক হাত, নাক ভেঙে গিয়েছে। মাথায় গুরুতর আঘাত। হাসপাতালে কোমাচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছেন বছর আঠাশের গৌরব।

Advertisement

গৌরবের পরিবারের দাবি, জ্ঞান হারানোর আগে নেহা এবং তাঁর প্রেমিক সৌরভের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন গৌরব। বাড়ি ফেরার সময় গৌরবকে ঘিরে ধরেন সৌরভ এবং তাঁর এক বন্ধু সোনু। তার পর তাঁকে ব্ধড়ক মারধর করা হয়। মোবাইলে তাঁর ছবি দেখিয়ে হামলাকারীরা দাবি করেন যে, নেহা পাঠিয়েছেন তাঁকে খুন করার জন্য। গত ১৫ এপ্রিল গৌরব এবং নেহার বাগ্‌দান হয়। নেহা এবং তাঁর প্রেমিক সৌরভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন গৌরবের পরিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement