Film

যা দেখানো হল না

শোপিয়ান, পুলওয়ামা, বাটমুলা, অনন্তনাগের কয়েকটি গ্রামের কয়েক জন বাসিন্দা এই ফিল্মে যা বলেছেন, তার মর্ম কথা, ৩৭০ এবং ৩৫ এ-র সূত্রে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৯ ০৩:৪৩
Share:

কাশ্মীরে কড়া প্রহরায় নিরাপত্তাবাহিনী। ছবি: পিটিআই।

৯ মিনিট ৩৪ সেকেন্ডের ছোট্ট ফিল্ম। নাম—কেজড কাশ্মীর। যে ছোট্ট ফিল্মে কবিতা কৃষ্ণনদের দল তুলে ধরতে চেয়েছেন কাশ্মীরে ক্ষোভবিক্ষোভের স্বর। নিরাপত্তার কারণে বক্তাদের নাম বলা হয়নি, শুধু দেখানো হয়েছে তাঁদের পা। কখনও বা দেখানো হয়েছে শুধু বেডকভারের অংশ, আবহে পরিবারের লোক বলছেন, কী ভাবে তাদের ১৯ বছরের সন্তানকে আটকে রেখেছে বাহিনী।

Advertisement

শোপিয়ান, পুলওয়ামা, বাটমুলা, অনন্তনাগের কয়েকটি গ্রামের কয়েক জন বাসিন্দা এই ফিল্মে যা বলেছেন, তার মর্ম কথা, ৩৭০ এবং ৩৫ এ-র সূত্রে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত ছিল। এখন ওই ধারা বিলোপ হয়েছে, ফলে কাশ্মীরিদেরও ‘ছোড় দিজিয়ে’! কেউ বা বলেছেন, ৩৭০ তুলে নেওয়া হয়েছে, এ বার ওরা নিজেদের কানুন চালাবে। আবার কেউ বলেছেন, যা হচ্ছে, তা স্রেফ দাদাগিরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন