Fire

মুম্বইয়ের বহুতলে ভয়াল আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৪

আবাসনটির চারপাশ এখন আগুন আর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অগ্নিকাণ্ডটিকে ‘লেভেল ৩’ মাত্রার বলে জানিয়েছে দমকল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মুম্বই শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৮ ১০:৪৫
Share:

ফের আগুন মুম্বইয়ের আবাসনে। নিজস্ব চিত্র।

সাতসকালে আগুন লাগে মুম্বইয়ের একটি বারো তলা আবাসনে। অগ্নিকাণ্ডে মৃত ৪, আহতও হয়েছেন অনেকে। মৃতদের মধ্যে তিন জন পুরুষ এবং একজন মহিলা। আবাসনটির একদম ওপরের তলায় বেশ কিছু বাসিন্দা আটকে ছিলেন। ক্রেনের সাহায্যে তাঁদের উদ্ধার করে দমকল।স্থানীয় কেইএম হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

Advertisement

হিন্দমাতা সিনেমা হলের পাশেই ক্রিস্টাল টাওয়ার। মুম্বইয়ের পারেল এলাকায় এই আবাসনটির চারপাশ এখন আগুন আর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অগ্নিকাণ্ডটিকে ‘লেভেল ৪’ মাত্রার বলে জানিয়েছে দমকল। লিফটে দমবন্ধ হয়ে মারা গিয়েছেন দু’জন।

দমকল সূত্রে খবর, সকাল সাড়ে আটটা নাগাদ বহুতলটির নয় আর দশ নম্বর তলায় প্রথমে আগুন লাগে। তারপর তা দ্রুত আশপাশে ছড়াতে শুরু করে। একটি ক্রেনের সাহায্যে ওপরের তলাগুলিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করা হচ্ছে। এখনও পর্যন্ত ৯০ জনকে উদ্ধার করেছে দমকল। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের ২০ টি ইঞ্জিন।

Advertisement

ক্রেনের সাহায্যে চলছে উদ্ধারকার্য। ছবি: সংগৃহীত।

আরও পড়ুন: চন্দ্রযানের বড় সাফল্য, চাঁদের পিঠে বরফের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

গত বছর ডিসেম্বরে মুম্বইয়ের একটি বহুতলের ছাদের রেস্তঁরায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন মারা গিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন