বাসে আগুন, মৃত ৫০

অগ্নিদগ্ধ হয়ে বাসের মধ্যেই মারা গেলেন অন্তত ৫০ জন যাত্রী। মধ্যপ্রদেশের পান্না জেলার সোমবারের ঘটনা। পুলিশ সূত্রের খবর, ছতরপুর জেলা থেকে সাতনা যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। বেসরকারি পর্যটন সংস্থার এই বাসটিতে ৫০ জনের কিছু বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মে ২০১৫ ১৭:৩০
Share:

অগ্নিদগ্ধ হয়ে বাসের মধ্যেই মারা গেলেন অন্তত ৫০ জন যাত্রী। মধ্যপ্রদেশের পান্না জেলার সোমবারের ঘটনা। পুলিশ সূত্রের খবর, ছতরপুর জেলা থেকে সাতনা যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। বেসরকারি পর্যটন সংস্থার এই বাসটিতে ৫০ জনের কিছু বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। সেতু থেকে প্রথমে ১৫ ফুট নীচের একটি নালায় পড়ে বাসটি। তার পরই বিস্ফোরণ ঘটে এবং বাসে আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ সূত্রের খবর, বাসের মধ্যে থেকে প্রাথমিক পর্বে অন্তত ২১ জনের মৃতদেহ মেলে। মারাত্মক জখম যাত্রীদের হাসপাতালে পাঠানো হলেও বাঁচানো যায়নি অধিকাংশকেই। ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement