Fire at Kumbh Mela

কুম্ভমেলায় ফের আগুন! পুড়ল তাঁবু, এক মাসের মধ্যে পর পর অগ্নিকাণ্ডে প্রশ্নের মুখে প্রশাসন

১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে কুম্ভমেলার অগ্নিকাণ্ড। তার পর থেকে একের পর এক অগ্নিকাণ্ড ঘটেছে কুম্ভে। গত শনিবার সাতটি তাঁবু পোড়ার পরে সোমবার ফের আগুন ধরল কুম্ভমেলার তাঁবুতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪১
Share:

সোমবার দুপুরে আগুন লাগে প্রয়াগরাজের কুম্ভমেলায়, পুড়ে যায় তাঁবু। ছবি: সংগৃহীত।

কুম্ভমেলায় ফের আগুনে পুড়ল তাঁবু! সোমবার দুপুরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলা প্রাঙ্গণে একটি তাঁবুতে আগুন ধরে যায়। দু’দিন আগেই কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরে আগুন লেগেছিল। তাতে সাতটি তাঁবু পুড়ে যায়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আগুন ধরল কুম্ভমেলার তাঁবুতে। গত এক মাসে কুম্ভমেলায় একের পর এক অগ্নিকাণ্ড দেখা গিয়েছে। বার বার এমন ঘটনায় পরীক্ষার মুখে পড়েছে উত্তরপ্রদেশের প্রশাসনের ভূমিকাও।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবারের দুর্ঘটনাটি ঘটেছে কুম্ভমেলার ৮ নম্বর সেক্টরে। কী ভাবে আগুন ছড়াল তাঁবুতে, তা এখনও স্পষ্ট নয়। প্রয়াগরাজে দমকল বাহিনীর দায়িত্বে থাকা মুখ্য দমকল আধিকারিক প্রমোদকুমার শর্মা জানান, একটি জায়গায় ‘ছোট’ আগুন লেগেছিল। কিছু ক্ষণের মধ্যেই তা নিভিয়ে ফেলা হয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, আগুনে পুড়ে যাওয়া তাঁবুটি ফাঁকাই ছিল।

গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে কুম্ভমেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মধ্যে তিনটি বড় অগ্নিকাণ্ড এবং বেশ কিছু ছোট ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে কুম্ভে। প্রথম বড় দুর্ঘটনাটি ঘটে গত ১৯ জানুয়ারি। কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরে সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়। তাতে এক ডজনেরও বেশি তাঁবু পুড়ে যায়। এর পরে গত ২৫ জানুয়ারি ফের আগুন লাগে কুম্ভের ২ নম্বর সেক্টরে দাঁড়িয়ে থাকা দু’টি গাড়িতে। গত ৩০ জানুয়ারি সেক্টর ২২-এর আগুন ধরে। পুড়ে যায় জুনা আখড়ার প্রায় ১৫টি তাঁবু। গত ৭ ফেব্রুয়ারি কুম্ভের ১৮ নম্বর সেক্টরে ইস্‌কনের তাঁবুতে আগুন লাগে। আশপাশের বেশ কিছু তাঁবুতে সেই আগুন ছড়িয়ে পড়ে এবং অন্তত ২০টি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়। গত ৯ ফেব্রুয়ারিও সেক্টর ১৯-এ আগুন ধরে। এর পরে গত শনিবার কুম্ভমেলার সেক্টর ১৮ এবং ১৯-এর মাঝের অংশে শনিবার বিকেলে আগুন লাগে। পুড়ে যায় বেশ কয়েকটি তাঁবু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement