বাজি থেকে আগুন, পুড়ে ছাই দোকান

বাজির আগুনে ভস্মীভূত হয়ে গেল ২৫টি দোকান। গত কাল রাতে ধানবাদের ঝরিয়াপুলের ব্যাঙ্ক মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে।

Advertisement
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৫ ১৮:৫৮
Share:

বাজির আগুনে ভস্মীভূত হয়ে গেল ২৫টি দোকান। গত কাল রাতে ধানবাদের ঝরিয়াপুলের ব্যাঙ্ক মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, রাত এগারোটা নাগাদ ওই এলাকায় বাজি ফাটানো হচ্ছিল। হঠাৎ একটি রকেট একটি পুরনো মালপত্র ও প্লাস্টিক বিক্রি করার দোকানের মধ্যে গিয়ে পড়ে। মুহূর্তে ওই দোকানে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পরে পাশের দোকানগুলিতেও। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ২৫টি দোকানই পুড়ে ছাই হয়ে গিয়েছে। সারারাত ধরে চেষ্টা করে দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। অন্য দিকে, গত কাল বিকেলে বোকারোয় বাজির আগুন থেকে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। যে দোকানগুলোতে আগুন লাগে তার ১০০ মিটারের মধ্যেই ছিল একটি পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে আগুন ছড়ানোর আগেই অবশ্য তা নিয়ন্ত্রণে আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement