আগুনে আতঙ্ক, কুম্ভে কড়া সতর্কতা

রাত পোহালেই শুরু হচ্ছে এ বারের কুম্ভমেলা। প্রশাসনের ধারণা, এ বারের মেলায় অন্তত ১২ কোটি মানুষের সমাগম ঘটবে। সেই মোতাবেক প্রস্তুতিও সারা। কিন্তু তার আগেই মেলা চত্বরে একটি অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক ছড়াল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০২:২৯
Share:

অগ্নি-কুম্ভ: দিগম্বর অনি আখড়ায় আগুন। প্রাণভয়ে ছোটাছুটি। সোমবার ইলাহাবাদে। পিটিআই

রাত পোহালেই শুরু হচ্ছে এ বারের কুম্ভমেলা। প্রশাসনের ধারণা, এ বারের মেলায় অন্তত ১২ কোটি মানুষের সমাগম ঘটবে। সেই মোতাবেক প্রস্তুতিও সারা। কিন্তু তার আগেই মেলা চত্বরে একটি অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক ছড়াল।

Advertisement

দিগম্বর অনি আখড়ায় আজ দুপুর ১টা নাগাদ একটি ভয়ানক বিস্ফোরণ শোনা যায়। সঙ্গে কালো ধোঁয়া। শোনা যায় গ্যাসের সিলিন্ডার ফেটেছে সেখানে। যদিও সংশ্লিষ্ট আখড়া প্রধানের দাবি, প্রথমে তাঁদের পাশের তাঁবুতে আগুন লাগে। সেই আগুনই তাঁদের রান্নাঘরে ছড়িয়ে পড়ে এবং সিলিন্ডার ফাটে। মুহূর্তে আতঙ্ক ছড়ায় এবং দ্রুত ঘটনাস্থলে আসে ছ’জন দমকলকর্মী ও আটটি অ্যাম্বুলেন্স। দমকলের সঙ্গে মেলা প্রশাসন, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেউ হতাহত হননি। তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসনিক আধিকারিকদের ঘটনাস্থল পরিদর্শন করে উপযুক্ত ক্ষতিপূরণের বন্দোবস্তের নির্দেশ দিয়েছেন।

কাল, মকরসংক্রান্তিতে ভোর ৪টে থেকে শুরু হবে পুণ্যস্নান। মেলা চলবে ৪ মার্চ পর্যন্ত। প্রতি বারের মতো এ বারেও মেলার অন্যতম আকর্ষণ বিভিন্ন আখড়া। ১৩টি আখড়ার মধ্যে সাতটি শৈব এবং তিনটি করে বৈষ্ণব ও উদাসীন গোত্রের আখড়া বসেছে।

Advertisement

কুম্ভ মেলায় প্রতি বারেই নিখোঁজ হয় বহু শিশু। সেই সমস্যার মোকাবিলায় ১৪ বছরের কম বয়সি শিশুদের জন্য রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগ লাগানোর বন্দোবস্ত করেছে প্রশাসন। সোমবার রাজ্য পুলিশের ডিজি ওপি সিংহ এই ঘোষণা করেন। এ জন্য ভোডাফোনের সঙ্গে জোট বেঁধে ৪০ হাজার আরএফআইডি-র ব্যবস্থা করেছে রাজ্য। ১৫টি বিশেষ শিবিরেরও আয়োজন করা হয়েছে। ট্র্যাফিক নিয়ন্ত্রণে ‘ইন্টেলিজেন্ট ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেম’-এর ব্যবস্থা করা হয়েছে।

ইলাহাবাদ শহরের মূল অংশে ভিড় নিয়ন্ত্রণের জন্য শহর লাগোয়া ২০টি গুরুত্বপূর্ণ পার্কিং এলাকাকে স্যাটেলাইট টাউনের রূপ দেওয়া হয়েছে। সেখানে থাকছে ঘড়িঘর, হেলথ কিয়স্ক এবং খাবারের ব্যবস্থা। গাড়ি চিহ্নিত করার জন্য এই প্রথম বার কুম্ভমেলায় থাকছে ‘অটোমেটিক নম্বর প্লেট রেকগনিশন সিস্টেম’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement