BJP MLA Prem Kumar

বিহার বিধানসভার অধিবেশন শুরু, মঙ্গলবার স্পিকার হতে পারেন ন’বারের বিজেপি বিধায়ক প্রেম কুমার

দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেও গত দু’দশকে এই প্রথম বার স্বরাষ্ট্র দফতর সহযোগী বিজেপিকে ছেড়েছেন নীতীশ। এ বার বিধানসভা স্পিকার পদটিও বিজেপির খাতায় যেতে চলেছে বলে জল্পনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১০:১৪
Share:

(বাঁ দিকে) নীতীশ কুমার এবং প্রেম কুমার (ডান দিকে)। —ফাইল চিত্র।

নবনির্বাচিত বিহার বিধানসভার প্রথম অধিবেশনের সূচনা হল সোমবার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপস্থিতিতে সোমবার থেকেই প্রোটেম স্পিকার নরেন্দ্র নারায়ণ যাদব নতুন বিধায়কদের শপথগ্রহণ শুরু করবেন। বিধানসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার হবে বিধানসভার স্পিকার নির্বাচন। গয়ার বিজেপি বিধায়ক প্রেম কুমার পরবর্তী স্পিকার হতে চলেছেন বলে জল্পনা।

Advertisement

এ বারের বিধানসভা ভোটে ২৪৩ সদস্যের বিহার বিধানসভায় ১৪৩টিতে জিতেছে এনডিএ। বিরোধী মহাগঠবন্ধনের ঝুলিতে মাত্র ৩৫। ফলে স্পিকার নির্বাচনে বিরোধী তেজস্বী যাদবের নেতৃত্বাধীন বিরোধী শিবির প্রতিদ্বন্দ্বিতা করবে না বলেই রাজনৈতিক সূত্রের খবর। তবে এই পরিস্থিতিতে সামনে এসেছে এনডিএ-র অন্দরের টানাপড়েন। ৮৯ বিধায়কের দল বিজেপি ৮৫ বিধায়কের দল জেডিইউ-কে এ বারও স্পিকার পদ ছাড়তে চাইছে না বলে শাসকজোটের অন্দরের খবর। পাঁচ দিনের এই অধিবেশনেই আস্থাভোটের মুখোমুখি হবে নতুন সরকার।

দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেও গত দু’দশকে এই প্রথম বার স্বরাষ্ট্র দফতর বিজেপিকে ছেড়েছেন নীতীশ। সূত্রের খবর বিধায়ক সংখ্যার হিসেবে এনডিএ-র বৃহত্তম দল হওয়ার সুবাদে স্পিকার পদটিও হাতে রাখতে চেয়েছে পদ্ম-শিবির। তার নেপথ্যে নরেন্দ্র মোদী-অমিত শাহের দলের ‘রাজনৈতিক অঙ্ক’ও কাজ করছে বলে মনে করা হচ্ছে। ‘সুশাসনবাবু’ বলে পরিচিত নীতীশ অতীতে একাধিক বার জোট বদলানোর কারণে ‘পল্টুরাম’ তকমাও পেয়েছেন। ভবিষ্যতে এমন পরিস্থিতি ঘটলে স্পিকার পদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে পারে। এই পরিস্থিতিতে জল্পনার কেন্দ্রে রয়েছে গয়া টাউন কেন্দ্রের বিধায়ক প্রেম কুমারের নাম। ১৯৯০ সাল থেকে টানা ন’বার ওই কেন্দ্রে জয়ী প্রেম নীতীশের বিদায়ী মন্ত্রিসভার সমবায়মন্ত্রী ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement