ভেঙে পড়া হেলিকপ্টার। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে। ছবি: সংগৃহীত।
উত্তরাখণ্ডের উত্তরকাশীতে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হল পাঁচ জনের। গুরুতর আহত দু’জন। হতাহতদের মধ্যে অধিকাংশই পর্যটক বলে জানা গিয়েছে। বেসরকারি ওই কপ্টারটি গঙ্গোত্রীর উদ্দেশে যাচ্ছিল। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ উত্তরকাশীতে ভাগীরথী নদী লাগোয়া একটি এলাকায় কপ্টারটি ভেঙে পড়ে।
কপ্টার ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, সেনা এবং বির্যযয় মোকাবিলা বাহিনী। যায় ‘কুইক রেসপন্স টিম’-ও। বিমানে থাকা প্রত্যেককেই অ্যাম্বুল্যান্সে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিমানে থাকা সাত জনের মধ্যে পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দু’জনের চিকিৎসা চলছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।