বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পাঁচ জন কাঁওয়ার যাত্রীর। —ফাইল চিত্র।
গাড়ির উপরে বেশ কয়েকটি ডিজে বক্স চাপিয়ে গান বাজাতে বাজাতে কাঁওয়ার যাত্রায় যাচ্ছিলেন পুণ্যার্থীরা। রাস্তাতেই ঘটে গেল দুর্ঘটনা। ডিজে বক্স ঠেকে গেল বিদ্যুতের তারে। বিহারের ভাগলপুরের এই ঘটনায় রাস্তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন পাঁচ পুণ্যার্থী। গুরুতর আহত দু’জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রাবণী মেলা উপলক্ষে স্থানীয় শিবমন্দিরে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। সুলতানগঞ্জে গঙ্গা থেকে জল তোলেন তাঁরা। তার পর শোভাযাত্রা করতে করতে এগোচ্ছিলেন মন্দিরের দিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার রাত ১২টা নাগাদ পুণ্যার্থীদের একটি গাড়ি কাদায় আটকে যায়। চালক কোনও রকমে গাড়িটিকে এগোনোর চেষ্টা করছিলেন। সেই সময় বিদ্যুতের তারে ঠেকে গাড়িতে থাকা ডিজে বক্স।
দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন ন’জন। গাড়ির পিছনে হেঁটে যাচ্ছিলেন প্রায় ১৫ জন পুণ্যার্থী। ডিজে বক্স বিদ্যুতের তারে লাগার পরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় পাঁচ জনের। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দু’জন। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে যান মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও)। পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ির চালকের খোঁজ চলছে। আহতদের পরিবারকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।