Corona Vaccine

ছিল মিনিবাস, হয়ে গেল অ্যাম্বুল্যান্স! কোভিড রোগীদের জন্য নয়া উদ্যোগ হরিয়ানায়

মোট ৫টি মিনিবাসকে অ্যাম্বুল্যান্সে রূপান্তরিত করা হয়েছে হরিয়ানার কারনাল ডিপোতে। এই সংখ্যা আরও বাড়ানো হবে।

Advertisement

সংবাদ সংস্থা

চণ্ডীগড় শেষ আপডেট: ১৩ মে ২০২১ ১৩:১০
Share:

সংগৃহীত

করোনার আবহে অ্যাম্বুল্যান্স পরিষেবা পাওয়া ভাগ্যের ব্যাপার। কোভিড রোগীর সংখ্যা বাড়ার কারণে পর্যাপ্ত সংখ্যায় অ্যাম্বুল্যান্স অমিল। কোথাও আবার ভাড়া নিয়ে ঝামেলা। এই পরিস্থিতিতে কয়েকটি মিনিবাসকেই অ্যাম্বুল্যান্সে রূপান্তরিত করা হল হরিয়ানায়। বুধবার মোট ৫টি মিনিবাসকে অ্যাম্বুল্যান্স করা হয়েছে হরিয়ানার কারনাল ডিপোতে। পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন ডিপোর জেনারেল ম্যানেজার কুলদীপ সিংহ।

Advertisement

তিনি জানান, ৫টি বাসের মধ্যে ৪টিতেই রয়েছে অক্সিজেনের সুবিধা। এছাড়াও রয়েছে পিপিই কিট, স্যানিটাইজার-সহ অন্য জিনিসপত্র। বাসগুলিতে আপাতত গ্রামীণ এলাকায় রাখা হবে। প্রয়োজন যেখানে হবে, সেখানেই পাঠিয়ে দেওয়া হবে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, মোট ১১০টি মিনিবাসকে অ্যাম্বুল্যান্সে রূপান্তরিত করা হবে। প্রতিটি জেলাতে ৫টি করে বাস রাখা থাকবে। এছাড়াও একটি বড় এসি বাসও দেওয়া হবে প্রতিটি জেলাকে।

অন্য দিকে, চেন্নাইয়ে ২৫০টি মিনি ট্যাক্সিকে বিশেষ মিনি অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করা হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন