Landmine Blast

ল্যান্ডমাইনে পা পড়ে মৃত্যু অন্তত ৫ জন পাক-জঙ্গির

সূত্রের খবর, অনুপ্রবেশ রুখতে নানা পদক্ষেপের মতোই নিয়ন্ত্রণরেখা বরাবর বেশ কিছু জায়গায় ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়েছে। মাঝেমধ্যে বৃষ্টির জন্য সেই ল্যান্ডমাইনগুলি তাদের নির্দিষ্ট জায়গা থেকে সরেও যায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০২
Share:

— প্রতীকী চিত্র।

পাক-অধিকৃত কাশ্মীর থেকে জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশের সময়ে ল্যান্ডমাইনের উপরে পা পড়ে যাওয়ায় নিহত হল অন্তত পাঁচ পাকিস্তানি জঙ্গি। শুক্রবার জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি)-র কাছে পুঞ্চ জেলার বাত্তল সেক্টরের ঘটনা। ওই জঙ্গিদের সঙ্গে আইইডি ছিল বলেও অনুমান করা হচ্ছে।

সূত্রের খবর, অনুপ্রবেশ রুখতে নানা পদক্ষেপের মতোই নিয়ন্ত্রণরেখা বরাবর বেশ কিছু জায়গায় ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়েছে। মাঝেমধ্যে বৃষ্টির জন্য সেই ল্যান্ডমাইনগুলি তাদের নির্দিষ্ট জায়গা থেকে সরেও যায়। অনুমান করা হচ্ছে, এ দিন পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে ভারতে অনুপ্রবেশের সময়ে তেমনই একটি ল্যান্ডমাইনে পা পড়ে যায় এক জনের। তৎক্ষণাৎ বিস্ফোরণটি ঘটে। ওই অনুপ্রবেশকারীদের সঙ্গে আইইডি জাতীয় কিছু বিস্ফোরক মজুত থাকায় বিস্ফোরণের মাত্রা আরও তীব্র হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পাঁচ জনের। কী কারণে বিস্ফোরণটি হল, তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী। ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরালো করা হয়েছে।

সম্প্রতি পুঞ্চে নিয়ন্ত্রণরেখার কাছে টহলদারির সময়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিলেন এক সেনাকর্মী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন