প্রতিনিধিত্বমূলক ছবি।
দিল্লির পর এ বার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরেও উড়ান পরিষেবা ব্যাহত। বিমানবন্দরের এক সূত্রের দাবি, প্রযুক্তিগত সমস্যার কারণে দেরিতে ওঠানামা করছে বিমানগুলি। কর্তৃপক্ষের দাবি, দিল্লি বিমানবন্দরের ‘অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম’ (এএমএসএস)-এ প্রযুক্তিগত সমস্যার কারণে মুম্বই বিমানবন্দরের উড়ান পরিষেবাতেও প্রভাব পড়েছে। এমএসএস মূলত এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। সেই ব্যবস্থায় ত্রুটি ধরা পড়ায় উড়ান পরিষেবাও বিঘ্নিত হচ্ছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে স্বয়ংক্রিয় ওই ব্যবস্থাকে দ্রুত মেরামত করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এই প্রযুক্তিগত ত্রুটির কারণে বেশির ভাগ বিমানই দেরিতে ওঠানামা করছে। যার জেরে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। বিমানবন্দরের তরফে যাত্রীদের জন্য বিবৃতি জারি করে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে পরিষেবা বিঘ্নিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছেন। যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে তাঁরা যেন পরিস্থিতির দিকে নজর রাখেন এবং সংশ্লিষ্ট বিমানের ছাড়ার সময়ে কোনও বদল হল কি না, তা দেখে নেন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে ম্যানুয়াল পদ্ধতিতে কাজ চালাচ্ছেন এটিসি-র কর্তারা। শুধু দিল্লি, মুম্বই নয়, বেঙ্গালুরু, হায়দরাবাদেও উড়ান পরিষেবা বিঘ্নিত হয়েছে।
দিল্লি বিমানবন্দরে শুক্রবার সকাল থেকেই উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে। ৩০০টি বিমান দেরিতে ওঠানামা করেছে।