দেরিতে ছাড়ছে বিমান। দিল্লি বিমানবন্দরে অপেক্ষা যাত্রীদের। শুক্রবার দুপুরে। ছবি: পিটিআই।
দিল্লি বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর স্বয়ংক্রিয় ব্যবস্থায় যান্ত্রিক গোলযোগ। তার জেরে শুক্রবার সকাল থেকে ওই বিমানবন্দরে দেরিতে ছাড়ল প্রায় ৩০০টি বিমান। উড়ান চলাচল পর্যবেক্ষণকারী পোর্টাল ‘ফ্লাইটরেডার২৪’-এর পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সকাল থেকে (এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০০টি বিমান দেরিতে অবতরণ করেছে।
ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া)-এর তরফে জানানো হয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি-কে তথ্য সরবরাহকারী ‘অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম’-এ যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। আপাতত এটিসি-র কর্তারা ম্যানুয়াল (স্বয়ংক্রিয় নয়) পদ্ধতিতে বিমান চলাচল নিয়ন্ত্রণ করছেন। এর ফলেই দিল্লিতে বিমান ওঠানামার ক্ষেত্রে বিলম্ব হচ্ছে। বিশেষজ্ঞ দল যান্ত্রিক সমস্যা মেটানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দেশের ব্যস্ততম বিমানবন্দর। প্রতি দিন ওই বিমানবন্দরে ১৫০০ বিমান ওঠানামা করে। ‘ফ্লাইটরেডার২৪’ জানাচ্ছে, শুধু বৃহস্পতিবারেই দিল্লি বিমানবন্দরে ৫১৩টি বিমান দেরিতে ছেড়েছে বা অবতরণ করেছে। শুক্রবারেও এই সমস্যার সমাধান হয়নি। ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। এটিসি-র এক কর্তার ব্যাখ্যা, এই ধরনের সমস্যা বিরল। সাম্প্রতিক অতীতে এই ধরনের সমস্যা হয়নি। তাই সমস্যার সমাধান করতে বেগ পেতে হচ্ছে বলে দাবি করেছেন ওই কর্তা।