বানভাসি অসম

আনুষ্ঠানিক ভাবে বর্ষা আসার আগেই টানা বৃষ্টিতে বন্যা শুরু হয়ে গেল অসমের বিভিন্ন জেলায়। জলের তোড়ে ভাঙল নদীবাঁধ। বিপদসীমার কাছে পৌঁছে গিয়েছে একাধিক নদী। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানানো হয়েছে: পুঁথিমারি, বেকি, জিয়াভরালি নদী কিছু এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইছে। ধেমাজি, লখিমপুর, গোয়ালপাড়া, বরপেটা, তিনসুকিয়া ও কাছাড়ে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ০৩:১০
Share:

আনুষ্ঠানিক ভাবে বর্ষা আসার আগেই টানা বৃষ্টিতে বন্যা শুরু হয়ে গেল অসমের বিভিন্ন জেলায়। জলের তোড়ে ভাঙল নদীবাঁধ। বিপদসীমার কাছে পৌঁছে গিয়েছে একাধিক নদী। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানানো হয়েছে: পুঁথিমারি, বেকি, জিয়াভরালি নদী কিছু এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইছে। ধেমাজি, লখিমপুর, গোয়ালপাড়া, বরপেটা, তিনসুকিয়া ও কাছাড়ে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে। জিয়াঢলের জলে ডুবেছে ২০টি গ্রাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement