নিরাপত্তা বাড়াতে যাত্রীদের ফোন মাস্কিং ওলার

নিরাপত্তা সুনিশ্চিত করতে এ বার থেকে যাত্রীদের ফোন নম্বর মাস্কিং করার পরিকল্পনা নিল বেসরকারি ক্যাব পরিবহণ সংস্থা ওলা। শনিবার নতুন এই পরিকল্পনার কথা ঘোষণা করেন সংস্থার চিফ অপারেটিং অফিসার প্রণয় জিভরাজকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩২
Share:

নিরাপত্তা সুনিশ্চিত করতে এ বার থেকে যাত্রীদের ফোন নম্বর মাস্কিং করার পরিকল্পনা নিল বেসরকারি ক্যাব পরিবহণ সংস্থা ওলা। শনিবার নতুন এই পরিকল্পনার কথা ঘোষণা করেন সংস্থার চিফ অপারেটিং অফিসার প্রণয় জিভরাজকা।

Advertisement

এ বার থেকে সমস্ত শহরেই প্রযোজ্য হবে এ ব্যবস্থা।

প্রণয়ের দাবি, যাত্রীদের ফোন নম্বর মাস্কিং করা থাকলে তাঁদের ব্যক্তিগত নম্বর ক্যাবের চালকদের হাতে পড়বে না। এর ফলে যাত্রীদের সঙ্গে যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো যাবে বলে মনে করেন তিনি।

Advertisement

কী ভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা?

ওলার তরফে জানানো হয়েছে, কোনও যাত্রী ক্যাব বুক করলে সঙ্গে সঙ্গে ক্লাউড টেলিফোনি সলিউশন প্রযুক্তির সাহায্যে তাঁর ফোন নম্বরটি চালকের কাছে এনক্রিপ্টটেড অবস্থায় যাবে। চালক যাত্রীর নম্বরটি দেখতে পাবেন না। অন্য দিকে, এই প্রযুক্তির সাহায্যে সরাসরি যাত্রীদের কাছে কলটি চলে যাবে তাই চালকদেরও কোনও ভাবে নিজের থেকে পয়সা ব্যয় করে ফোন করতে হবে না।

চলতি বছরেই প্রায় ২ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে যাত্রী নিরাপত্তা ঢেলে সাজাতে। প্রণয়ের দাবি, পরিবহণ ব্যবস্থায় ওলাই প্রথম যারা এরকম আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গ্রহণ করেছে।

এই ব্যবস্থায় এক দিকে চালকদের ব্যবহারও যেমন পর্যবেক্ষণ করা যাবে, তাতে যেমন অপ্রীতিকর ঘটনার সম্ভাবনাও কমানো যাবে তেমনই যাত্রীদের নিরাপত্তাও আরও বাড়ানো যাবে বলে আশা ওলা কর্তৃপক্ষের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement