এক দিনের পুলিশ! স্বপ্নপূরণ একরত্তির

শুক্রবার এই দৃশ্যের সাক্ষী থাকল মুম্বইয়ের মুলুন্দ থানা। কারণ সেখানে এক দিনের জন্য পুলিশ স্টেশন ইনচার্জের দায়িত্ব সামলাল ছোট্ট অর্পিত মণ্ডল।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৮ ০৩:১৮
Share:

প্রতীকী ছবি।

পরনে খাকি উর্দি। স্যালুট ঠুকছে সে। বয়স মাত্র সাত!

Advertisement

শুক্রবার এই দৃশ্যের সাক্ষী থাকল মুম্বইয়ের মুলুন্দ থানা। কারণ সেখানে এক দিনের জন্য পুলিশ স্টেশন ইনচার্জের দায়িত্ব সামলাল ছোট্ট অর্পিত মণ্ডল। যার শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। তাই বলে বন্ধ হয়ে যায়নি স্বপ্ন দেখা। বড় হয়ে পুলিশ ইনস্পেক্টর হতে চায় বলে জানিয়েছিল অর্পিত। আর তার সেই স্বপ্নপূরণ করতে এগিয়ে এসেছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও মু্ম্বই পুলিশ। তাদের উদ্যোগেই শুক্রবার এক দিনের জন্য হলেও পুলিশ ইনস্পেক্টর হওয়ার ইচ্ছেপূরণ হল অর্পিতের।

মুম্বই পুলিশের টুইটারে পোস্ট করা হয়েছিল অর্পিতের স্বপ্নপূরণের সেই সব ছবি। কোনওটায় তাকে খাকি পোশাকে দাঁড়িয়ে স্যালুট ঠুকতে দেখা গিয়েছে। কোনওটায় আবার দেখা গিয়েছে, ডেস্কে বসে খোশমেজাজে দায়িত্ব সামলাতে ব্যস্ত ‘ছোট্ট’ পুলিশ। আর পাশে রয়েছেন পুলিশ অফিসারেরা।

Advertisement

অঙ্কিতের আরোগ্য কামনা করে মুম্বই পুলিশের তরফে টুইটারে জানানো হয়েছে, যে ভয় না পেয়ে ক্যানসারের মতো অসুখের সঙ্গে লড়তে পারে, সে অবশ্যই পুলিশ ইনচার্জ হওয়ার যোগ্য। এর পরেই অর্পিতের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন অনেকেই। পাশাপাশি এমন উদ্যোগের জন্য প্রশংসা পেয়েছে মুম্বই পুলিশও।

‘মেক আ উইশ ইন্ডিয়া’ বলে ওই স্বেচ্ছাসেবী সংগঠনটি এর আগেও অসুস্থ শিশুদের স্বপ্ন পূরণ করতে এগিয়ে এসেছে। ২০১৫ সালে তাদের উদ্যোগে ব্লাড ক্যানসার আক্রান্ত একটি বছর পাঁচেকের শিশুর পুলিশ হওয়ার স্বপ্নপূরণ করেছিল মুম্বই পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন