Manohar Singh Gill

প্রয়াত প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এমএস গিল, ছিলেন ইউপিএ জমানার মন্ত্রীও

১৯৯৬ সালের ডিসেম্বর থেকে ২০০১ সালের জুন মাস পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার পদে ছিলেন গিল। সম্ভবত তিনিই প্রথম প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার, যিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ২৩:০৫
Share:

এমএস গিল। ছবি: সংগৃহীত।

প্রয়াত হলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার মনোহর সিংহ গিল। রবিবার সন্ধ্যায় দক্ষিণ দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। পরিবার সূত্রে খবর, সোমবার তাঁর শেষকৃত্য হবে। গিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ।

Advertisement

১৯৯৬ সালের ডিসেম্বর থেকে ২০০১ সালের জুন মাস পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার পদে ছিলেন গিল। সম্ভবত তিনিই প্রথম প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার, যিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সদস্য হয়েছিলেন গিল। ২০০৮ সালে ইউপিএ জমানায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও ছিলেন। পঞ্জাবে প্রকাশ সিংহ বাদলের আমলেও কাজ করেছেন এই আমলা।

গিলের মৃত্যুতে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন খড়্গে। লিখেছেন, ‘‘পদ্মবিভূষণপ্রাপ্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। কৃষি, ক্রীড়া এবং দেশের নির্বাচনী প্রক্রিয়ায় তাঁর বিরাট অবদান রয়েছে।’’ অমরিন্দরও লিখেছেন, ‘‘মনোহর সিংহ গিলের মৃত্যু শোকাহত আমি। তাঁর পরিবারের পাশে আছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement