Former CJI DY Chandrachud

বিরোধীর ভূমিকা পালন করা বিচার বিভাগের কাজ নয়: প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

বিচারপতি চন্দ্রচূড়ের কথায়, ‘‘আমি বিরোধী দলনেতার সঙ্গে বিতর্কে যেতে চাই না। এই পরিসরও এখানে নেই। কিন্তু এটা বলতে চাই যে, বিধানসভা বা সংসদে বিরোধী পক্ষের যে ভূমিকা, বিচার বিভাগের ভূমিকাও তাই বলে মানুষ যেন ধরে না নেন।”

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০৬:৩৩
Share:

প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। —ফাইল চিত্র।

বিরোধী পক্ষের ভূমিকা পালন করা বিচার বিভাগের কাজ নয় বলে মন্তব্য করলেন সদ্যপ্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছিলেন, ‘‘ভারতে বিরোধী শক্তিকে একাই এখন সংবাদমাধ্যম, তদন্ত সংস্থা, এমনকি কখনও কখনও বিচারবিভাগের ভূমিকাও পালন করতে হচ্ছে।’’

বিচারপতি চন্দ্রচূড়ের কথায়, ‘‘আমি বিরোধী দলনেতার সঙ্গে বিতর্কে যেতে চাই না। এই পরিসরও এখানে নেই। কিন্তু এটা বলতে চাই যে, বিধানসভা বা সংসদে বিরোধী পক্ষের যে ভূমিকা, বিচার বিভাগের ভূমিকাও তাই বলে মানুষ যেন ধরে না নেন। আমাদের দায়িত্ব হল সরকারের কাজকর্ম আইন এবং সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না, তা খতিয়ে দেখা। রাজনৈতিক বিরোধিতার জন্য গণতন্ত্রে আলাদা জায়গা রয়েছে। কিন্তু মানুষ বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে আদালতকে রাজনৈতিক বিরোধিতার ক্ষেত্র বানিয়ে তুলতে চেষ্টা করেন।’’

তাঁর বাড়িতে গণেশ পুজোয় প্রধানমন্ত্রীর যাওয়া নিয়েও প্রশ্ন করা হয় প্রাক্তন প্রধান বিচারপতিকে। বিচারপতি সেটিকে ‘সামাজিক সৌজন্যের’ দিক থেকে দেখার কথাই বলেন। নানা অনুষ্ঠানে আগেও প্রধানমন্ত্রীরা বিচারপতিদের বাড়িতে গিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। অযোধ্যা মামলায় ভগবানের কাছে প্রার্থনা নিয়ে যা বলেছিলেন, তা খুব বড় বিতর্কের জন্ম দিয়েছিল সম্প্রতি। সে প্রসঙ্গে বিচারপতি দাবি করেন, তাঁর কথা সমাজমাধ্যমে ‘সম্পূর্ণ ভুল ভাবে ব্যাখ্যাত’ হয়েছে। তিনি জানান, কী ভাবে নিজের মনকে শান্ত রাখেন সেই প্রসঙ্গে প্রার্থনা ও ধ্যানের কথা বলেছিলেন, অযোধ্যা মামলার উদাহরণ দিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন